• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির রোমে মেট্রো এ লাইনে মারাত্মক এক্সিডেন্ট। এ নিয়ে যা বললেন!! মেট্রোচালক?

ByLesar

Jul 16, 2014

টেকনিক্যাল প্রবলেম এর জন্য এখনো পর্যন্ত মেট্রো লাইন বন্ধ রয়েছে এবং আগামীকাল সকালের আগে আর খোলা হবে না। যদিও এক্সিডেন্ট এর পরের দিন মেট্রো এ লাইনের সার্ভিস নরমাল অবস্থায় চলে এসেছিলো সময় সকাল ৫:৩০ এর দিকে, বললেন ৬৪ বছরের মেট্রোচালক Claudio Cicala। আমি ৪২ বছর ধরে  ATAC  এর সাথে কাজ করছি কিন্তু এরকম এক্সিডেন্ট এর আগে কখনো দেখিনি। আমি একটি গ্যালারির বাঁকালাইন দিয়ে বেরোচ্ছিলাম অনেকটা অন্ধকার, যখনি  Flaminio  ষ্টেশন এর কাছা কাছি আসি তখনি দেখি একটি মেরু (শক্র রড জাতীও কিছু) দুই বিনারির মাঝখানে বাঁকা হয়ে পথের বাঁধা সৃষ্টি করছিলো। এবং অসম্ভব ছিল সেটাকে এরিয়ে যাওয়া। কাজেই আমি ইমারজেন্সি ব্রেক ব্যবহার করি কিন্তু তারপরেও সেটা এসে মেট্রোতে আঘাত করে এবং মেট্রোর সামনের গ্লাসে গিয়ে শেষ হয়। ঠিক মতো ব্রেক না চাপলে হয়তো ট্রেনের আরও বড় ধরণের ক্ষতি হতে পারতো। তার উপর সম্পূর্ণ ত্রেন ভর্তি মানুষ ছিল প্রায় ৬ হাজারের মতো। ভাগ্য ভালো ছিল যে প্রায় ষ্টেশনের কাছা কাছি এসে এই ঘটনা ঘটে। তবে ট্রেনের সবাই এই ঘটনায় মারাত্মক ঘাবরিয়ে যায়।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version