সুইজারল্যান্ডের জেনেভা থেকে রফিকুল ইসলাম আকাশঃ প্রাকৃতিক সৌন্দর্যে্যর লীলাভুমি সুইজারল্যান্ডের থুন এ বনভোজনের আয়োজন করলো বাংলাদেশ ক্লাব জেনেভা । সুইজারল্যান্ডের বিভিন্ন ক্যান্টন থেকে আগত বাংগালীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে থুন এর শাদু পার্কে উপভোগ্য এক বনভোজন আয়োজন । বিভিন্ন রকমের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লটারী, রাফেল ড্র ছিল বনভোজনের বিশেষ আকর্ষন । বাংলাদেশ ক্লাব জেনেভার সভাপতি আমজাদ চৌধুরী ও সাধারন সম্পাদক মারুফ আনোয়ার উপস্থিত সকল প্রবাসী বাংগালীদের ধন্যবাদ জ্ঞাপন করেন । সার্বিক সহযোগিতায় ছিলেন রহমান খলিলুর, নজরুল জমাদ্দার, কুদরত এলাহী টুকু, মীর বাদল, মোহাম্মদ হোসেন, মাহাবুবুর রহমান, মোশারফ দেওয়ান, তানভির চৌধুরী, মোঃ টিপু, অরুন বড়ুয়া সহ আরও অনেকে । আয়োজকরা আগামীতে আরও আকর্ষনীয় বনভোজন উপহার দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ।
সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ ক্লাবের উদ্দ্যোগে বনভোজন!
১লা জুলাই থেকে সুইডেনে শ্রমিকদের দৈনিক কাজ করতে হবে মাত্র ৬ ঘণ্টা!
ব্রিটেনে পড়তে আসা একজন হাফিজের ডিপোর্টেশনের করুণ কাহিনী
যথাযথ মর্যাদায় জার্মানীর বনে অনুষ্ঠিত হলো একুশের কর্মসূচী
নেদারল্যান্ডে গানে গানে বাংলা বর্ষবরণ ১৪২২ উদযাপিত
সুইডেন প্রবাসী লিও আহমেদ ও ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী
সুইজারল্যান্ডের জেনেভায় ঈদের জামাত অনুষ্ঠিত