শাইরা হোসেন রানী,রোমঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বায়ান্নর মহান ভাষা আন্দলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রবাসের মাটিতে ইতালির রোমে স্থায়ি শহীদ মিনারে পুস্পস্তাবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এলো রোমের প্রবাসী বাঙ্গালীরা। ১২ টা বাজার আগ থেকেই সম্মেধিত কণ্ঠে একুশের গান চলতে থাকে পরে রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেওয়া একুশের বানী পাঠ করেন একোনোমিক কাউন্সিলার ডঃ মফিজ উদ্দিন,প্রধান মন্ত্রী শেখ হাসিনার বানী পাঠ করেন দূতাবাসের কাউন্সিলার মউনুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রীর বানী পাঠ করেন কাউন্সিলার জুবায়িদি আশিক।রাত ১২ টা এক মিনিটে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রদূত শাহাদাৎ হোসেনের নেতৃতে পুস্পার্পণ করেন দূতাবাসের কর্মকর্তা বৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সফররত অর্থ প্রতিমন্ত্রি এম আব্দুল মান্নান পর্যায় ক্রমে ইতালি আউয়ামিলিগ ও তাদের অঙ্গসংগঠন ব্যবসায়ি প্রতিষ্ঠান ও আঞ্চলিক সমিতি সমূহ পুস্পস্তাবক অর্পণ করে। জালালাবাদ কল্যাণসংঘের সভাপতি আব্দুল করিম খাঁয়ের ও সাধারন সম্পাদক বেলাল আহমেদ জুয়েল এর নেতৃতে বৃহত্তরও সিলেটের পক্ষ থেকে ভাষা শহীদ দের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীও শহীদ মিনারে পুস্পার্পণ করা হয়। এছাড়াও বাংলাদেশ সমিতির সভাপতি নূরে আলম সিদ্দিকি বাচ্চুর আয়োজনে এবং বিক্রমপুর সমিতির সহযোগিতায় রোমের গরিবের পার্কে অস্থায়ী ভাবে শহীদ মিনার স্থাপন করে যথাযথ ভাবগম্ভীরতা বজায় রেখে ধূমকেতু প্রজন্মের তত্ত্বাবধানে বেতিক্রম ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। এ নিয়ে আরো বিস্তারিত দেখুন নিচের ভিডিওঃ
[youtube ec1sIKtqHRE nolink]