• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

কুয়েতে বাংলাদেশী প্রবাসীদের দৃষ্টি আকর্ষন।জরুরী নির্দেশনা ও দূতাবাসের সতর্কবার্তা

Byমো: রাসেল

Nov 17, 2013


কুয়েত স্বরাষ্ট্রমন্ত্রনালয় কতৃক কুয়েত প্রবাসীদের জ্ঞাতার্থে ৭টি নির্দেশনাঃ
১) মোবাইল বা কম্পিউটারে যে কোন প্রকারের ভিওআইপি কানেকশন বা এই ধরনের কোন প্রকার প্রোগ্রাম যেমন- মোবাইল ডায়েলার কিংবা পিসি ডায়েলার ইত্যাদি থাকতে পারবে না।
২) আপনার ব্যবহারকৃত গাড়ীতে নির্দিষ্ট সিটের অতিরিক্ত লোক বসাইতে পারবেন না।
৩) প্রাইভেট গাড়ীতে করে কোন বন্ধু বা আত্মীয়কে এয়ারপোর্টে আনা নেওয়া করা যাবে না।
৪) আবাসিক ভবনগুলোতে রাত ২টা বা ৩টা থেকে বসবাসকারীদের বৈধতা চেক করবে পুলিশ। যাদের ফ্যামিলি আছে তারা বিবাহের সার্টিফিকেট ও অন্যান্য আনুসাংগিক কাগজ পত্র সাথে রাখবেন।
৫) ব্যাচেলররা ফ্যামিলির সাথে ভাগাভাগী ফ্লাটে থাকতে পারবেন না।
৬) সিভিল আইডিতে যে ঠিকানা আছে শুধুমাত্র সেই ঠিকানায় বসবাস করতে পারবেন।
৭) কোন রকমের অপরিচিত লোকের গাড়ীতে কিংবা প্রাইভেট ট্যাক্সিতে অপরিচিতের সাথে বসতে পারবেন না।
উপরোক্ত ৭টি কারনে এবং আকামা বিহীন, খাদেম আকামাদারী ব্যক্তি কপিলের বাসা ব্যাতীতঅন্যত্র সোন আকামাধারীর আকামার নির্দ্দিষ্ট প্রতিষ্ঠানের বাহিরে ধরা পড়লে সরাসরি নিজ দেশে ফেরত পাঠানো হবে।

বাংলাদেশ দূতাবাস, কুয়েত কর্তৃক কুয়েত প্রবাসী বাংলাদেশীদের জন্য জরূরী সতর্কবার্তাঃ
কুয়েতে বিদ্যমান অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের নাগরিকদেরকে নিম্নরূপ সতর্কতা পালনের জন্য অনুরোধ করা যাচ্ছেঃ
ক) সব সময় বৈধ সিভিল আইডি কিংব্ আকামা সাথে রাখুন।
খ) সিভিল আইডি কিংবা আকামার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই তা দ্রুত নবায়ন করে নিন।
গ) নিজ কপিল কিংবা মালিকের কর্মস্থল ছাড়া অন্য জায়গায় কাজ করা কুয়েতের আইনে অবৈধ, কপিলের সুনিদ্দিষ্ট কর্মস্থল ছাড়া অন্যত্র কাজ করবেন না।
ঘ) বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ী চালাবেন না।
ঙ) অনুমোদিত ট্যাক্সিক্যাব ব্যাতিত অন্য কোন গাড়িতে যাত্রী বহন করবেন না।
বাংলাদেশী প্রবাসীরা প্রয়োজনে দূতাবাসের সাথে যোগাযোগ করুন নিচের নম্বর গুলোতে-
ফোনঃ ২৪৯১৩২২০, ২৪৯১৩২১৯, ২৪৯১৩২০২
ফ্যাক্সঃ ২৪৯১৩২০৪-২৪৯১৩২১৯

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *