এখন আমরা জানবো Android ফোনটি দিয়ে WiFi Zone তৈরীর পদ্ধতি-
প্রথমেই ফোনের WiFi ফাংশন চালু করি এবং Application মেনুতে গিয়ে Kies Air প্রোগ্রামটি চালু করি। তবে যাদের ফোনে এ প্রোগ্রামটি নাই তারা Play Store থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিই এবং প্রোগ্রামটি চালু করি এখানে ক্লিক করেও ডাউনলোড করতে পাড়বেন।তারপর Turn on Network থেকে Portable WiFi hotspot নির্বাচন করি পরবর্তীতে Portable WiFi hotspot Settings থেকে Portable WiFi hotspot চেক বক্সে টিক দিই।
বাস মুহূর্তের মধ্যেই তৈরী হয়ে গেল WiFi Zone। এখন অন্য যেকোন Wifi Device {কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা ইত্যাদি}এই Android ফোনের ইন্টারেনট কানেকশনটি শেয়ার করতে পারবে।
আর একটি বিষয় লক্ষ্যনীয় যে, আমরা চাইলে এই WiFi Zone এর নাম ও একে Password দিয়ে লক করে রাখতে পারি। সেক্ষেত্রে Portable WiFi hotspot Settings থেকে Configure Portable WiFi hotspot ঢুকি। এখন Network SSID বক্সে Wifi এর যে কোন একটি নাম দিয়ে দেই। আর Password দিতে চাইলে Security অপশন থেকে Open এর পরিবর্তে WPA2 PSK নির্বাচন করে Password বক্সে Password টি দিয়ে Save করে দিই।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]