যা যা লাগবেঃ
* http://dl2.itools.hk/dl/iTools0925E.zip থেকে iTools কম্পিউটারে ডাউনলোড করে ইন্সটল করতে হবে। সাথে iTunes ও ইন্সটল থাকতে হবে।
* কম্পিউটারে অথবা আইফোনে গান থাকতে হবে।
আইফোনের গানকে সরাসরি রিংটোন হিসেবে ব্যাবহার করা যায় না কারণ রিংটোন MP3 ফাইল সাপোর্ট করে না। আইফোন m4r ফরম্যাট রিংটোনের জন্য ব্যাবহার করে। প্রথমে iTools ওপেন করে আপনার আইফোন পিসির সাথে সংযোগ করুন। এবার বামদিকে Media তে ক্লিক করে উপরে Import এ ক্লিক করুন। এখান থেকে আপনি যে কয়টা গান চান সিলেক্ট করে আইফোনে নিয়ে আসুন। এভাবে আপনি আইফোনে যেকোনো গানও ভরতে পারবেন। এখন যেইটা রিংটোন বানাবেন তা সিলেক্ট করে Make Ringtone এ ক্লিক করুন। আমি আগে থেকেই জানি তাই শুরু ২৫ সেকেন্ড থেকে শেষ ৫৮ সেকেন্ড সিলেক্ট করে দেখিয়েছি। কিন্তু আপনি আপনার পছন্দমত অংশ সিলেক্ট করে Prelisten এ ক্লিক করে শুনে নিয়ে Save & Import ক্লিক করার সাথে সাথে তা আপনার কম্পিউটারে আর আইফোনে সয়ংক্রিয় ভাবে সেভ হয়ে যাবে। এবার আইফোন Eject এ ক্লিক করে চেক করে দেখুন রিংটোন আসলো কিনা।
আপনাদের আরও ভালো করে বুঝানোর জন্য নিচে একটি ভিডিও দিয়ে দেওয়া হলঃ
[youtube 7ezNxVa8C6M?modestbranding=1&rel=0 nolink]
যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন।তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।