• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইউরোপ প্রবাসীদের জন্য সুখবর। ইউরোপের বাংলা টিভি চ্যানেল গুলোর ফ্রিকুয়েন্সি নাম্বার থেকে চির মুক্তি

ByLesar

Dec 7, 2013

প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ প্রথমে আমার সালাম নিবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যারা ইউরোপে বসবাস করি তাদের প্রায় অনেকের বাসা তেই নিজ নিজ ডিশ ও রিসিবার রয়েছে, যার মাধ্যমে আপনারা ইংল্যান্ড থেকে প্রচারিত বাংলা টিভি চ্যানেল গুলো উপভোগ করে থাকেন। এই ব্যবস্থাটি কিন্তু আগে ছিলোনা এখন হয়েছে। তাই এখন আমরা অনেক সহজে প্রবাসে থেকেও নিজের দেশের ছোঁয়া পেয়ে যাচ্ছি, আর এর জন্য আমাদের সকল প্রবাসিকে প্রতিটি চ্যানেল প্রতিনিধি এবং চ্যানেল পরিচালক দের ধন্যবাদ জানানো উচিত। তবে একটি জিনিস অনেক যন্ত্রণা দায়ক, যেমন কিছু দিন পর পরি তাদের চ্যানেল গুলো উধাও হয়ে যায়, মানে ফ্রিকুয়েন্সি নাম্বার পরিবর্তন হয়ে যায়। আর এ কারনে অনেকেই আর তাদের পছন্দের চ্যানেল গুলো দেখতে পারেন না, যতক্ষণ পর্যন্ত না তারা এই চ্যানেল গুলোর নতুন ফ্রিকুয়েন্সি নাম্বার দিয়ে পুনরায় রিসিবার সার্চ করাবেন ততোক্ষণ পর্যন্ত আর দেখতে পাবেন না। তাই অনেকের কাছে এই ব্যপারতি অনেক কষ্টের হয়ে দাড়ায়, বিশেষ করে যারা বাঙ্গালী কোলাহল থেকে একটু দূরে থাকেন তাদের জন্য। তাই আপনাদের সবার জন্য রয়েছে আমিওপারি ডট কম। এখন থেকে প্রবাস জীবনে যেকোনো ব্যপারে সব সময় আপনাদের সাথে থাকবে আমিওপারি ডট কম। তাহলে আর দেরি না করে নিয়ে নিন আপনাদের পছন্দের সেই চ্যানেল গুলোর নতুন ফ্রিকুয়েন্সি নাম্বার।

আপনারা অনেকেই জেনে থাকবেন আমরা যেমন আপনাদের প্রবাস জীবনের সকল সমস্যার সমাধান নিয়ে কাজ করে যাচ্ছি, ঠিক তেমনি প্রবাসে থেকেও যাতে আপনারা কম্পিউটার দিয়ে সরাসরি লাইভ বাংলাদেশী টিভি চ্যানেল গুলো উপভোগ করতে পারেন তা নিয়ে অনেক দিন ধরেই কাজ করে যাচ্ছে ইতালি প্রবাসী আমাদের ভাই/বন্ধুদের মধ্যে একটি টিম যার নাম জাগোবিডি ডট কম। যাদের প্রধান কাজ কম্পিউটারের মাধ্যমে সরাসরি বাংলাদেশী প্রতিটি চ্যানেল দেখার ব্যবস্থা করে দেয়া, এবং প্রটিতি চ্যানেল এর লেটেস্ট খবরা খবর রাখা।আপনারা জেনে থাকবেন ইংল্যান্ড থেকে প্রচারিত বাংলা টিভি চ্যানেল গুলোর দুইদিন পর পর স্যাটালাইট নাম্বার পরিবর্তন হয়ে থাকে। কাজেই আমিওপারি ডট কম ও জাগোবিডি ডট কমের যৌথ উদ্যোগে আমরা আপনাদের জন্য একটি ফেসবুক ফ্যান পেজ তৈরি করেছি এবং এটি পরিচালনা করছি। যার মধ্যে আমরা আমাদের পছন্দের চ্যানেল গুলোর স্যাটালাইট নাম্বার পরিবর্তন হওয়ার সাথে সাথে আপডেট করে থাকি।যার মাধ্যমে আপনি আমাদের এই পেজে গিয়ে যেকোনো সময় আপনার পছন্দের চ্যানেল গুলোর নাম্বার নিয়ে নিতে পারবেন। যা অন্য কেউ আমাদের আগে আপনাকে দিতে পারবে না। এবং এভাবে একসময় আপনারা এই চ্যানেল গুলোর নতুন স্যাটালাইট নাম্বার গুলোর জন্য দুশ্চিন্তা, নানান জনকে ফোন করা, অন্যথায় এর জন্য টাকা খরচ করা ইত্যাদি সমস্যা থেকে চিরো মুক্তি পাবেন, এখন থেকে যখনি দেখবেন কোন চ্যানেল দেখা যাচ্ছে না? তখন আর চিন্তা করার কিছু নেই, শুধু আমাদের সাইটে এসে এই লেখার মধ্যে দেওয়া আমাদের ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করেই আপনি নিজে নিজে সকল তথ্য জেনে নিতে পারবেন এবং সবাইকে বলতে পারবেন হে হে…… এখন আমিওপারি। এবং আপনাদের আরো ভালো করে বুঝানোর জন্য আমরা নিচে একটি ভিডিও টিউটোরিয়াল দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমাদের ফেসবুক পেজ থেকে চ্যানেল গুলোর নাম্বার পাবেন। আমাদের ফেসবুক পেজে যেতে এখানে ক্লিক করুণ।

এবং কিভাবে কি করবেন তার জন্য নিচের ভিডিওটি ভালো করে দেখুনঃ

[youtube EvD9Kgi5O_E?modestbranding=1&rel=0 nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *