• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালি থেকে প্রায় ১ হাজার বাঙ্গালী স্থায়ী ভাবে পারী জমিয়েছে লন্ডনে। দেখুন এ নিয়ে একটি ভিডিও প্রতিবেদন।

ByLesar

Sep 22, 2013

ব্রিটেনের পূর্ব লন্ডনে বাড়ছে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাঙ্গালীদের আগমন। ইতালি,ফ্রান্স সহ বিভিন্ন দেশ থেকে ইংল্যান্ডে স্থায়ী ভাবে বসবাসের জন্য পারী জমাচ্ছেন তারা। এরি মধ্যে শুধু ইতালি থেকে ১ হাজার পরিবার নিজেদের বাড়ি-ঘড়, ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে স্থায়ী ভাবে বসবাসের জন্য বেছে নিয়েছেন লন্ডন কে। কি এর কারন? ব্রিটেনের সহজ লগ্ন বেনিফিট সিস্টেম? নাকি অন্য কোন সুবিধা? ইতালি থেকে আসা বিভিন্ন পরিবারের সাথে কথা বলে এর কারন জানার চেষ্টা করেছেন চ্যানেল এস এর রিপোর্টার শাহ্‌নেওয়াজ রকির।বিস্তারিত নিচের ভিডিওতে দেখুন চ্যানেল এস ইউকে পূর্ব লন্ডন এর প্রতিনিধি শাহ্‌নেওয়াজ রকির এর রিপোর্টেঃ

[youtube kcl9UdZ4fiw?modestbranding=1&rel=0 nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version