বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়, বাংলাদেশ কমিউনিটির রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ত, সাংবাদিক জেনেভাস্ত এই ঈদ উল আযহার জামাতে একসাথে মিলিত হয়। ত্যাগের মহিমায় ভাস্কর ঈদ উল আযহার খুতবা শেষে বিশ্বশান্তির জন্য দোয়া করা হয়। পাশাপাশি হযরত ইব্রাহীম (আঃ) ও তাঁর পুত্র হযরত ইসমাইল (আঃ) এর সৃতি স্মরণ করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের জামাত শেষে জেনেভার বাঙ্গালীরা একে অপরের সাথে ভাব বিনিময় ও কোলাকুলি করেন।
[youtube H-TZIYQbJNU?modestbranding=1&rel=0 nolink]
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]