ইউরোপের বিভিন্ন দেশে পারী জমাচ্ছেন পর্তুগাল প্রবাসী বাংলাদেশীরা। অনেকেই দেশটি থেকে অন্য দেশে পারী জমালেও ইম্মিগ্রান্ত এর জন্য দেশটিতে রয়েছে সহজ সুবিধা। পর্তুগালে প্রবাসী বাংলাদেশীদের সংখ্যা প্রায় ৩ হাজার। কিছুদিন পূর্বেও পর্তুগালে বাংলাদেশী কমিউনিটিতে প্রায় ১০ হাজার বাংলাদেশীর বসবাস ছিল। ২০০৭ সাল থেকে দেশে অর্থনৈতিক মন্দার ফলে পর্তুগালে নাগরিকত্ব বাংলাদেশীরা উন্নত জীবনের আশায় ইউরোপের বিভিন্ন দেশে পারী জমাতে শুরু করে। যার ফলে অনেকটাই শূন্য হয়ে আসে পর্তুগালে বাংলাদেশী কমিউনিটি, দেশটিতে এখন বাংলাদেশী কমিউনিটি নতুন দের দখলে। তারা মনে করছে পর্তুগালে অর্থনৈতিক মন্দা থাকলেও ইম্মিগ্রান্ত দের জন্য রয়েছে অনেক সুযোগ ও সুবিধা।বিস্তারিত নিচের ভিডিওটিতে দেখুন চ্যানেল এস ইউকে ইউরোপ প্রতিনিধি নুরুল ওয়াহিদ এর রিপোর্টেঃ উল্লেখ্য আমাদের সাইটে নুরুল ওয়াহিদ ভাই কে নিয়ে একটি লেখা রয়েছে চাইলে এখানে ক্লিক করে পড়ে নিতে পারেন।এবং পর্তুগালে কিভাবে ইউরোপের অবৈধরা বৈধ হবেন তা নিয়ে আর একটি লেখা রয়েছে চাইলে এখানে ক্লিক করে পড়ে নিতে পারেন।
[youtube XfAoOiTXMa4?modestbranding=1&rel=0 nolink]
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]
Hello there 🙂
This is Md.Nehal Uddin from London, Uk. I need your help about of France. Can I have your contact number please ?
Thank you very much
Nehal
আমি ইউরোপে আসতে চাই, কিভাবে আসব কেউ কি জানাবেন দয়াকরে