অনেকেই ইতালিতে কন্ট্রাকে কাজ করেন কিন্তু ৯০% লোকি জানেন না এই কন্ট্রাক্ট সম্পর্কে। তাই আজকে আমরা ইতালির কাজের কন্ট্রাক্ট সম্পর্কে কিছু আলোচনা করবো যাতে করে আপনারা প্রাথমিক কিছু ধারণা নিতে পারেন।
ইতালিতে অনেক রকমের কাজের কন্ট্রাক্ট হয়ে থাকে যেমন এখানে কিছু উধাহরন দেওয়া হোলঃ
- Il contratto a tempo determinato,
- Il contratto a tempo indeterminato,
- Il contratto a tempo parziale (part-time),
- Il contratto di apprendistato
- Il contratto di associazione in partecipazione,
- Il contratto di collaborazione coordinata e continuativa anche nella modalità a progetto,
- Il contratto di lavoro somministrato (ex interinale)
উপরে দেওয়া এরকম অনেক রকমের কাজের কন্ট্রাক্ট হয়ে থাকে। তবে আমরা যেহেতু এখানে প্রবাসী এবং আমাদের ওরা যে কন্ট্রাক্ট গুলো করে থাকে আমরা এখানে সেই গুলো নিয়েই আলোচনা করবো।
সাধারণত ইতালিয়ান মালিকরা বিদেশীদের উপরে দেখানো গুলোর মধ্যে তিন রকমের কন্ট্রাক্ট করে থাকে। যার মধ্যে রয়েছে।
- Il contratto di apprendistato
- Il contratto a tempo determinato
- Il contratto a tempo indeterminato
Il contratto di apprendistato: এই কন্ট্রাক্ট টি হচ্ছে ওদের কাছে ইতালিয়ানদের কাছে খুব জনপ্রিয় একটি কন্ট্রাক্ট কারন এটি ১৬ থেকে ২৯ বছরের যুবক দের করা হয় এবং এই কন্ট্রাক্ট করালে মালিক পক্ষকে আপনার জন্য খুব কম ট্যাক্স পরিষদ করতে হয় সরকারকে, আর তাই ওরা সবাই ১৬ থেকে ২৫ বছরের যুবক দের প্রতি বেশি আগ্রহী থাকে কাজ দেওয়ার ক্ষেত্রে। যদি কোন মালিক পক্ষ ১৬ বছরের কোন স্টুডেন্ট কে এই কন্ট্রাক্ট করে তাহলে সেই কন্ট্রাক্ট এর স্থায়িত্ব হবে সর্বচ্চ ৩ বছর পর্যন্ত এবং যদি ১৮ বছর বা এর উপরে কাউকে এই কন্ট্রাক্ট করা হয় তাহলে সেই কন্ট্রাক্ট এর স্থায়িত্ব হবে সর্বচ্চ ৬ বছর পর্যন্ত। তবে চুক্তি অনুযায়ী এটি স্থায়ী বা অস্থায়ী সময়ের জন্য করা হয়ে থাকে।
Il contratto a tempo determinato: এটি যেকোনো কাজের ক্ষেত্রে হয়ে থাকে এর মানে হচ্ছে অস্থায়ী সময়ের জন্য কাজের কন্ট্রাক্ট করা। মানে আপনি যখন কোন কাজে জয়েন করবেন তখন মালিক পক্ষ আপনার কাজ সম্পর্কে ধারণা নেয়া বা আপনি আদৌ ওদের সাথে কাজ করতে পারবেন কিনা? বা আপনার কাজ কেমন হচ্ছে ইত্যাদি বুঝার জন্য প্রথমে অস্থায়ী একটি কন্ট্রাক্ট করে থাকেন। যেমন মনে করি আপনাকে যদি তারা ১২ দিনের নিচে কাজ করার জন্য নেয় সেই ক্ষেত্রে তারা হাতে লিখিত একটি কাগজে সই করিয়ে কাজে লাগাতে পারে এবং সে ক্ষেত্রে আপনার কাজের কন্ট্রাক্ট অফিসিয়াল ভাবে রেজিস্ত্রেশন করা হবে না। কিন্তু যদি মালিক পক্ষ আপনাকে ১২ দিনের বেশি সময়ের জন্য ট্রাই করাতে চায় সেক্ষেত্রে তারা আপনাকে প্রথমে ৩০ দিন বা ৬০ দিনের একটি অস্থায়ী কন্ট্রাক্ট করতে পারে, এবং এভাবে তারা পরপর তিন বার এই কন্ট্রাক্ট নবায়ন করাতে পারবে এবং এর সর্বচ্চ সময় ১ বছর পর্যন্ত। যদি এক বছর পর তারা আপনাকে না রাখতে চায় তাহলে আপনার কন্ট্রাক্ট কেন্সেল করে দিবে এবং আপনাকে কাজ থেকে বেড় করে দিবে,কিন্তু যদি ১২ মাসের উপরে তারা আপনাকে রাখতে চায় তাহলে আপনার এই অস্থায়ী কন্ট্রাক্ট অটোমেটিক ভাবে স্থায়ী কন্ট্রাক্টে রূপান্তরিত হয়ে যাবে যার সময় আজীবনের জন্য। অনেক মালিক পক্ষ প্রথম আবস্থাতেই অনেককে ৬ মাসের জন্য আস্থায়ী কন্ট্রাক্ট করে থাকে আবার অনেকে ৩ মাসের জন্য করে, এবং আপনার কাজ তাদের ভালো লাগলে পড়ে দ্বিতীয়বারে ৬ মাসের জন্য করে এভাবে তারা ১ বছর পর্যন্ত আপনাকে এই আস্থায়ী কন্ট্রাক্ট করে যাচাই করতে পারবে। (সব রকেম কন্ট্রাক্ট আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সপ্তাহে ৪৮ ঘণ্টার জন্য হয়ে থাকে। কিন্তু অনেক মাকিল রয়েছে ট্যাক্স কম পে করার জন্য আপনাকে দিয়ে কাজ করাবে ৪৮ ঘণ্টার বেশি কিন্তু কন্ট্রাক্টে দেখাবে ১২ ঘণ্টা বা ২৪ ঘণ্টা ইত্যাদি। অবশ্য এই রকম করতে দেখা যায় ইতালির নগরী রোমে ৯০% আর বাকি ১০% ইতালির অন্যান্য এলাকায়।)
Il contratto a tempo indeterminato: এটি হচ্ছে সবচেয়ে ভালো কন্ট্রাক্ট। কারন অনেক মালিক পক্ষ সহজে এই কন্ট্রাক্ট করাতে চায়না। কারন এই কন্ট্রাক্ট একবার করিয়ে ফেললে তখন তারা আর আপনাকে কাজ থেকে বেড় করে দিতে পারবে না, এবং যদিও বেড় করে দিতে চায় তাহলে অনেক ঝামেলা পোহাতে হয় মালিক পক্ষকে, যেমন কেনো আপনাকে বেড় করবে তার যথার্থ কারন দেখাতে হবে এবং আপনাকে কয়েক মাসের অগ্রিম বেতন পরিশোধ করে তার পর বেড় করতে হবে ইত্যাদি অনেক কিছু রয়েছে। এই কন্ট্রাক্ট করালে মালিক পক্ষের যেমন ঝামেলা পোহাতে হয় কর্মচারীকে বেড় করে দিতে, আবার কর্মচারীকেও অনেক কিছু থেকে বঞ্চিত হতে হয় যদি সে নিজের ইচ্ছায় কাজ ছেড়ে দিতে চায়। যেমন একবার কর্মচারী যদি এই কন্ট্রাক্টে সই করে এবং কোন কারনে যদি সে স্বেচ্ছায় কাজ ছেড়ে দিতে চায় তাহলে প্রথমে মালিক পক্ষকে লিখিত resignation letter দিয়ে জানাতে হবে এবং নিম্মে মালিক পক্ষকে ১৫ দিনের সময় বেঁধে দিতে হবে, যাতে মালিক পক্ষ অন্য আর একজন কর্মচারী খুঁজে নিতে পারে। এবং যে স্বেচ্ছায় কাজ ছাড়বে তার সম্পর্কে ইতালির কাজ মন্ত্রণালয় অফিসে এই সকল তথ্য জমা হবে যেখানে তারা খুব সহজে জানতে পারবে, আপনি নিজ ইচ্ছায় কাজ ছেড়ে দিয়েছেন এবং এর জন্য আপনার নাম ব্ল্যাক লিস্ট করা হবে ওদের ডাটাবেজে এবং এর জন্য L’inps অফিস থেকে আপনাকে তারা কোন বেকার ভাতা প্রদান করবে না ইত্যাদি সমস্যায় পরতে হবে আপনাকে।তাই এই কন্ট্রাক্টে সই করার আগে খুব ভালো করে নিজেকে প্রস্ন করে নিবেন, আপনি যেখানে কাজ করছেন সে কাজ কি আপনার মনের মতো হচ্ছে? বা আপনি কি সব সময় এই কাজ করে যেতে পারবেন? যদি মনে হয় করতে পারবেন না তাহলে আমার মতে এই কন্ট্রাক্টে সই না করাই আপনার জন্য ভালো হবে। এই কন্ট্রাক্টে যখন আপনাকে করা হবে তখন থেকে এই কন্ট্রাক্ট দিয়ে আপনি চাইলে কিস্তিতে বাংক থেকে লোন নেওয়া বা গাড়ি-বাড়ি সহ অনেক কিছু ক্রয় করতে পারবেন। কাজেই এই কন্ট্রাক্ট যেমন ভালো আবার তেমনি খারাপ, তাই সব কথার এক কথা যখনি আপনাকে কেউ কোন কন্ট্রাক্ট করাবে আপনি যদি সেই জিনিস গুলো পরতে না পারেন তাহলে ওদের কাছ থেকে সেই কাগজ গুলো নিয়ে আসবেন এবং আপনার পরিচিত কাউ কে দিয়ে ভালো করে পরিয়ে বুঝে নিবেন ওতে কি লেখা রয়েছে। মালিকের দিকে তাকিয়ে বা মনের আনন্দে না জেনে কোন কাগজে কখনো সই করবেন না। এতে উপকারের চেয়ে অপকারী বেশি হওয়ার সম্ভবনা বেশি। আগামীতে আমরা আলোচনা করবো যদি আপনার কাজ চলে যায় বা মালিক পক্ষ আপনাকে কাজ থেকে বেড় করে দেয় তাহলে আপনি কিভাবে বেকার ভাতার জন্য অ্যাপ্লাই করে বসে বসে টাকা পেতে পারেন সহ অন্যান্য কাজ সম্পর্কিত বিষয় নিয়ে।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]