কোকা-কোলা কে বা না চীনে এটিকে!! আমরা সবাই ছোটবেলা থেকে খেয়ে আসছি এবং অনেকে কোকা-কোলা ছাড়া কিছুই বুঝে না। আজ এই কোকা-কোলা নিয়ে মজার দুইটি জিনিস শেয়ার করবো।
টিপস ১-প্রথম কাজটি হোল আমরা এমন একটি জিনিস করবো যাতে করে রকেটের মতো উরে যাবে কোকা-কোলা। আর কাজটি করতে আপনার প্রয়োজন Mentso candy ইতালিতে যেটিকে বলা হয় menta এটি আপনি যেকোনো তাবাক্কি বা সুপার মার্কেটে কিনতে পাবেন ১ বা ২ ইউরো দাম। আমার মনে হয় সবাই এই candy টা খেয়েছেন। সাদা রঙের candy , চুষে খেলে গলায় ঠাণ্ডা ঠাণ্ডা লাগে। দ্বিতীয় টা কোকাকোলা পানীয় বোতল। কোকাকোলা আর mentos এই দুইটা জিনিস কি কখনো একসাথে খেয়েছেন? অথবা স্প্রাইট এবং mentos একসাথে খেয়েছেন? সাবধান খাবেন না। না খেয়ে বরং একটা এক্সপেরিমেন্ট করেন।৬-৭ টা mentos স্প্রাইট অথবা কোকাকোলা ভর্তি বোতলে (১ লিটার অথবা ২৫০ মিলি. ও নিতে পারেন) ঢুকিয়ে দিন, বোতলের মুখ কিন্তু লাগাবেন না, এরপর বোতল টা উল্টিয়ে (খোলা মুখ নিচের দিকে)মাটিতে রাখুন অথবা সোজা রাখেন। তারপর দেখুন মজা।দেখেন কি হয়,আর এক্সপেরিমেন্ট করতে না চাইলে নিচের ভিডিও টা দেখেন নিশ্চয় ভাল লাগবে।
[youtube 4_zLSUY_FiU?modestbranding=1&rel=0 nolink]
এবার দেখুন ইতালিয়ান এক ফাজিল কিভাবে এটি নিয়ে এক্সপেরিমেন্ট করে-
[youtube vw4WetHqucg?modestbranding=1&rel=0 nolink]
টিপস ২-জীবনেতো অনেক কোকা-কোলা খেয়েছেন কিন্তু কখনি কি জানেন এই কোকা-কোলার সাথে দুধ মিশালে কি হয়? মনে হয় না দেখেছেন? যাই হোক আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সেরকম একটি ভিডিও যেখানে দেখতে পাবেন কোকা-কোলার সাথে দুধ মিশালে কি হয়। দেখতে এখানে ক্লিক করুন। এরকম আরো মজার মজার জিনিস পেতে আমাদের সাথেই থাকুন।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]