• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ক্যামেরায় ছবি তোলা বৈধ না অবৈধ?

Byfarid ahammad

Sep 11, 2013

ফটো সাংবাদিক-ফরিদ আহমাদ (রনি):আমাদের দেশসহ সারা বিশ্বের অনেকেই ক্যামেরায় ছবি তোলা নিয়ে দ্বিধাদ্বন্দ্বেভুগে থাকেন। সবার একই প্রশ্ন ক্যামেরায় ছবি তোলা বৈধ না অবৈধ? আমিওঅনেকদিন থেকেই এ বিষয়টা নিয়ে চিন্তা করছিলাম। যে, ব্যাপারটা নিয়ে একটুঘাটাঘাটি করা দরকার। ইসলামিক স্কলারগণ এ সম্বন্ধে কি মতামত ব্যক্ত করেছেনতা জানার জন্য আমি ছিলাম অত্যন্ত আগ্রহী।

অনেক ইসলামিক স্কলার ক্যামেরায় ছবি তোলাকে বৈধ বলছেন এ কথা আগে থেকেই জানতাম। গত কয়েকদিন আগেও বিশ্বের প্রখ্যাত ইসলামিক স্কলার ডক্টর ইউসুফ আলকারাদাবীর একটি বইতে এ বিষয়ে আরেকটি লেখা দেখে পড়লাম। তার এ সংক্রান্তলেখাটা পড়ে আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।ডক্টর ইউসুফ আলো কারাদাবী তার উক্ত বইয়ে লিখেছেন যে, মিসরের সাবেকগ্রান্ড মুফতী“আল্লামা মুহাম্মাদ বুখাইত আল মুতীয়ী” ক্যামেরায় ফটো তোলা নিয়ে একটা বই লিখেছেন। সেখানে তিনি লিখেছেন-হাদীসে কুদসীতে আল্লাহ রাব্বুল আলামীন আলামীন বলেছেন- “তার চেয়ে কে বড়যালিম হতে পারে যে আমার সৃষ্টির মত করে সৃষ্টি করার সাহস করতে যায়?সে আমার একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র সৃষ্টির মত কোন কিছুকে সৃষ্টি করে দেখাক।অথবা, সে যব কিংবা বীজ তৈরী করে দেখিয়ে দিক।” (বুখারী শরীফ)মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে- “সে একটা মশা সৃষ্টি করুক!!! ………ক্যামেরায় ছবি তোলা উপরোক্ত ধমকের শ্রেণীতে পড়ে না। অতএব, এটা নিষিদ্ধনয়;এটা বৈধ। ক্যামেরায় ছবি ধারণ করা মানে শুধুমাত্র ছায়াটাকে ধারণ করেনেয়া। আয়নাতে যেমন মানুষের ছবি উল্টানো থাকে, ঠিক তেমনি ক্যামেরাতেও উল্টেযায়। যার কারণে, মধ্যপ্রাচ্যের অনেকে ক্যামেরায় ছবি তোলাকে “উকাস” বলেথাকে। যার অর্থ হচ্ছে- উল্টা। এ কাজটা ছবি অংকন করার মত নয়। অতএব, তাহারামের অন্তর্ভুক্ত হবে না। অতএব, ক্যামেরায় ছবি তোলা বৈধ।অনেক ইসলামিক স্কলার এই মতের স্বপক্ষে গেছেন। আল্লামা ইউসুফ আলকারাদাবীও সে মতকেই গ্রহণ করেছেন তার “আল হালাল ওয়াল হারাম” বইতে।এ ধরণের ছবি তোলায় কোন সমস্যা নেই। তবে, শর্ত হচ্ছে- যে ছবি ক্যামেরায়তোলা হচ্ছে তা হতে হবে বৈধ কোন দৃশ্যের। অশ্লীল কোন দৃশ্য ক্যামেরায় ধারণকরা কোন ক্রমেই বৈধ হবে না।অতএব, কেউ যদি তার সন্তান, বন্ধু-বান্ধব কিংবা প্রাকৃতিক কোন দৃশ্যঅথবা ভাল কোন অনুষ্ঠান ক্যামেরায় ধারণ করে, তবে তা অবৈধ হবে না।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

farid ahammad

লক্ষ-কোটি মানুষ কেন পৃথিবীতে ঘোরে কি খোঁজে তারা আকাশ ও পাতালে ভেবেছ কি কখনো একটু বসে দেখেছো কি সত্যটা নিজ আঁখি মেলে? জানি কি, আমি জানি সত্যের বানী শুনি কি, আজ শুনি আত্মার ধ্বনি? দেখেছি দেখেছি আমি হে সত্য সন্ধানী মানুষ এসেছে খনে শুনে কার বানী। স্রস্টার উদ্দেশ্যে মোরা, তব কিনা জানি খুঁজে দেখ হে সত্য সন্ধানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version