• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

‘টুইন টাওয়ার’9/11,পবিত্র কুরআনের অলৌকিকতা

ByProthom

Sep 10, 2013

পবিত্র কুরআনের অলৌকিকতা আর বিশেষ বিশেষ মু’যেজা… যাআপনার শরীরে শিহরণ জাগাতে বাধ্য।
আজ আপনাদের জানাবো টুইন টাওয়ার নিয়েপবিত্র কুরআনের আয়াত সম্পর্কে!
মহান আল্লাহ তায়ালা দুনিয়া সৃষ্টির পূর্বে পরিপূর্ণ কুরআন যখন ‘লাওহে মাহফুজে’ সংরক্ষিত রেখেছিলেন …তখনই ‘টুইন টাওয়ার’ নিয়ে কুরআনের আয়াতটি নাজিল করেন।
যে ঘটনাটি বাস্তবে রুপ নেয় ১১ই সেপ্টেম্বর,২০০১ !
পবিত্র কুরআনের সেই আয়াতটির অনুবাদ হলোঃ
‘যে ব্যক্তি তাহার গৃহের ভিত্তি আল্লাহ-ভীতি ও আল্লাহর সন্তুষ্টির উপর স্থাপন করে সে উত্তম,না ঐ ব্যক্তি উত্তম যে তাহার গৃহের ভিত্তি স্থাপন করে এক’খাতের’ ধ্বংসন্মুখ কিনারায়,ফলে যাহা উহাকেসহ জাহান্নামের অগ্নিতে পতিত হয়? আল্লাহযালিম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না’—-
(সূরা তাওবাহ,আয়াত-১০৯ )
এ তো গেল শুধু আয়াত!

আসুন জেনে নেই আয়াত সম্পর্কিত কিছু অলৌকিক তথ্যঃ
ණ ১.উক্ত আয়াতটি পবিত্র কুরআনের প্রথমথেকে গণনা করলে দেখা যাবে,এটি কুরআনের২০০১নং আয়াত! যা ২০০১ সালকে নির্দেশ  করে!!!
ණ ২.এটি পবিত্র কুরআনের ৯নং সূরার (সূরা তাওবাহ্) আয়াত! যা ৯নং মাস অর্থাত্‍ সেপ্টেম্বর মাসকে নির্দেশ করে!
ණ ৩.এই সূরাটি কুরআনের ১১নং পারায় অবস্থিত! যা সেপ্টেম্বর মাসের ১১ তারিখকে নির্দেশ করে!
ණ ৪.এটি সূরা তাওবার ১০৯ নং আয়াত! যা আপনাকে মনে করিয়ে দেবে ‘টুইন টাওয়ার কিন্তু ১০৯ তলা ছিল’!
ණ ৫.আয়াতটি লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন ‘খাত’ নামক একটি শব্দ পয়েন্ট করা আছে! এই ‘খাত’ বলতে বুঝানো হয়েছে গর্ত জাতীয় কিছু।ধ্বংস হয়ে যে গর্তে পড়বে ‘টুইন টাওয়ার’!
কুরআনের আয়াতে গর্তটিকে উল্লেখ করে আরবীতে লেখা আছে’জুরুফিন হার‘! যে শব্দের আরবী কোন অর্থ নেই! অবিশ্বাস্য হলেও সত্য যে ‘জুরুফিন হার’ আমেরিকার সেই জায়গাটির নাম… যেই জায়গাটিতেই ভেঙ্গে পড়েছিল ‘টুইন টাওয়ার’
ණ সর্বশেষ প্রমাণ, কুরআনের আয়াতটি আল্লাহ শেষ করেছেন একটি কথার মাধ্যমে…কথাটি হলো ‘আল্লাহ যালিম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না’
জর্জ ডাব্লিউ বুশ সহ বেশির ভাগ স্থানীয় আমেরিকান যে ‘যালিম’,সেটাও কি নতুন করে বলতে হবে!
কুরআনের আরেক মুযেজার নাম সুরা রুম…যা তুলে ধরেছে রোম সম্রাজ্যের ইতিহাস!
তারপরও কি আপনি একজন মুসলমান হিসেবে পবিত্র কুরআন অবিশ্বাস করতে পারবেন! জানি…চাইলেও তা পারবেন না।
মহান আল্লাহ তায়ালা আমাদের পবিত্র কুরআনকে জীবন বিধান হিসেবে সঙ্গে রেখে ইসলামের পথে চলার তৌফিক দান করুন….আমীন

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Prothom

I am for truth & Justice No matter who it is for or against.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version