• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে সুইজারল্যান্ড এর লুজানে অনুষ্ঠিত হল“STRAIGHT DIALOGUE IN SWITZERLAND”

ByLesar

Sep 3, 2013

জেনেভা থেকে রফিকুল ইসলাম আকাশঃ সুইচ বাংলাদেশ এসোসিয়েশন এর উদ্যোগে সুইজারল্যান্ড এর লুজানে অনুষ্ঠিত হল “ STRAIGHT DIALOGUE IN SWITZERLAND” । পহেলা সেপ্টেম্বর ২০১৩ তারিখে চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক জনাব রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েবের উপস্থাপনায় ‘সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আপনার মতামত পেশ করুন’ শীর্ষক STRAIGHT DIALOGUE অনুষ্ঠিত হয়। যার পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন চ্যানেল আই ইউরোপের প্রতিনিধি নাজমুল আহসান শামীম। সামাজিক ও অর্থনৈতিক ভাবে সুইজারল্যান্ড প্রবাসী বাঙ্গালীরা নিজেদের নিজস্ব সক্রিয়তা ও সাংস্কৃতিক পরিমণ্ডল নিয়ে অরাজনৈতিক ভাবনাগুলি চ্যানেল আই এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন। অনুষ্ঠানে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ প্রক্রিয়া এবং জাতীয় সংসদে ‘সংরক্ষিত প্রবাসী আসন’ এমনকি প্রবাসীকল্যান মন্ত্রণালয়- প্রবাসী প্রতিনিধি দ্বারা পরিচালনার দাবী উত্থাপন করেন। উক্ত STRAIGHT DIALOGUE এ উপস্থিত ছিলেন সুইচ বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি ইমরান খান, সাধারণ সম্পাদক কে এম হাসান, চ্যানেল নাইন এর প্রতিনিধি বাকী উল্লাহ্‌ রিপন, প্রবীণ ব্যাক্তিত্ব খান মজলিস, জেনেভার বিশিষ্ট ব্যাবসায়ী আমজাদ চৌধুরী, খলিলুর রহমান ও লিজান প্রবাসী গণ্যমান্য ব্যাক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানের বক্তব্যে রাজনীতির মঞ্চ ভুলে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে প্রবাসীদের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version