এম এ হাশেম,প্যারিসঃ জার্মানী প্রবাসী ‘আদম দেৌলা’ নিজের সঞ্চিত অর্থ দিয়ে দেশে গিয়ে সিনেমা বানালেন। ‘বৈষম্য’ ছবির মাধ্যমে সমাজের ধনী এবং দরিদ্রের ব্যবধান বুঝিয়ে দিলেন। কোন প্রডিওসার বা কারো অর্থ সাহায্য ছাড়া মেধাগুনে প্রবাসীরা বাস্তবধর্মী, সুস্থধারার ছবি বানাতে পারেন এই সিনেমাটি তার উদাহরণ।প্যারিসের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের ধনী এবং দরিদ্রের পার্থক্য নিয়ে নির্মিত চলচিত্র ‘বৈষম্য’ এর এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জার্মানি এবং বাংলাদেশে চিত্রায়িত হয়েছে চলচিত্র ‘বৈষম্য’ জার্মানী প্রবাসী ‘আদম দেৌলা’ রচনা ও পরিচালনায় এই চলচিত্রে তুলে ধরা হয়েছে ধনী ও গরীবের ব্যবধান। সিনেমাটিতে দেখা যায় বাড়ি থেকে বেড় করে দেওয়া ধনী পরিবারের একটি ছেলে বিভিন্ন পরিস্থিতিতে ঢাকার ভিতরের আর একটি ঢাকার মুখী হয়, যেখানে দারিদ্রের বেড়াজালে মানুষ আবদ্ধ। প্যারিসের বাংলাদেশ দূতাবাস আয়োজন করে ‘বৈষম্য’ চলচিত্রটির প্রদর্শনী অনুষ্ঠান। দূতাবাস কার্যালয়ে সিনেমাটি উপভোগ করেন কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ, সাংবাদিক, প্রবাসীরা সহ দূতাবাসের কর্মকর্তা বৃন্দ। প্যারিসে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত জনাব ‘শহীদুল ইসলাম’ বলেন ইংলিশ মিডিয়া স্কুলে পড়ছে অথবা যারা সাচ্ছন্দের ভিতরে বড় হচ্ছে, আমার মনে হয় তাদের এধরণের সিনেমা দেখা উচিৎ, যাতে তারা বোঝে যে,বাংলাদেশের সমাজে উন্নতির সাথে সাথে দারিদ্রতাও রয়েছে। আর এই ছবির মাধ্যমে এর ব্যবধান বুঝতে পারবে। বিস্তারিত নিচের ভিডিওটি দেখুনঃ
[youtube hcW4Ye1Y6bY?modestbranding=1&rel=0 nolink]
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]] আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। আমাদের ফেসবুক ফ্যানপেজে যেতে এখানে ক্লিক করুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধররেন বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। জানতে এখানে ক্লিক করুন।