এ,কে,এম শাহিন, ফ্রান্স প্রতিনিধিঃ ফ্রান্সে বাঙ্গালীদের প্রিয়মুখ তরুন সাংবাদিক জাকারিয়া মিঠূর ছুটো ভাই আরাফাত রহমান সিয়ামকে(১০) দুরবিত্তরা গত ২২ নভেম্বর তাদের দেশের বাড়ী নারায়ঙ্গঞ্জের পশ্চিম মাসদাইর এলাকায় কুপিয়ে হত্যা করেছে। অনলাইন সংবাদপত্র নিউজ নারায়ঙ্গঞ্জ থেকে জানা যায়, সামান্য কিছু টাকার জন্য এলাকার ফারুক মণ্ডলের পুত্র বখাটে মেহেদী মণ্ডল ভাড়াটিয়া দুজন হত্যাকারি আসলাম(২২) ও হালিম (২০) কে সঙ্গে নিয়ে সিয়ামকে তাদের বাড়িতে কবুতর দেয়ার নাম করে ডেকে এনে কুপিয়ে হত্যা করে। একজন হাত চেপে ধরে এবং অপরজন পা চেপে ধরলে মেহেদী মণ্ডল নিজ হাতে কুপিয়ে হত্যা করে। এসময় মেহেদীর মা ঘটনা দেখে ফেললে পরে মায়ের পরামর্শেই লাশ বস্তা বন্দি করে মুন্সিগঞ্জে ফেলে আসা হয়। ঘটনার পর নিহতের বাবা মুস্তফা বেপারী ঘাতক মেহেদী মণ্ডলকে আসামী করে থানায় মামালা দায়ের করলে পুলিশ দুই দিন পর ঘাতক আসলামকে ধরতে সক্ষম হয় এবং তার দেওয়া জবানবন্দিতে ঘটনার রহস্য বেরিয়ে আসে। কিন্তু ঘটনার মুল হোতারা এখনও ধরা ছুয়ার বাহিরে রয়েছে। এদিকে প্যারিসে কমিউনিটি ব্যাক্তিত্ত শহিদুল আলম মানিকের মৃত্যুর শোক কাটতে না কাটতে আরও একটি দুর্ঘটনা বাঙ্গালীদের হতবিহবল করেছে। মুষড়ে পড়েছেন নিহতের বড় ভাই জাকারিয়া মিঠূ। ফুসে উটছে প্যারিসে বসবাসরত বাঙ্গালী সমাজ। সিয়াম হত্যার মুল আসামিদের অভিলম্বে গ্রেফতার করে সর্বচ্ছ শাস্তি নিশ্চিত না করা হলে প্যারিসের বাংলাদেশ দুতাবাস ঘেরাও সহ দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন প্যারিসের সাংবাদিক,রাজনীতিবিদ এবং বিশিষ্ট জনেরা।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]