• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

বাসে বা ট্রেনে নয়!এবার প্যারিস দর্শনার্থীদের জন্য নিয়ে এলো জেপলিন এয়ার সার্ভিস।

ByLesar

Aug 8, 2013

পায়ে হেঁটে বা গাড়িতে চড়ে প্যারিস দেখার দিন বুঝি ফুরিয়ে এলো!জেপলিন এয়ার সার্ভিস প্যারিস দর্শনার্থীদের জন্য নিয়ে এলো নতুন প্যাকেজ। তাদের এয়ার বাসে বসে খুব কাছকাছি দূরত্ব থেকে এবার দেখা যাবে প্যারিসের সকল দর্শনীয় স্থান।যারা প্যারিস এর টুরিস্ট স্পট গুলো ঘুরে দেখতে চান তারা এই জেপলিন এয়ার সার্ভিস এর মাধ্যমে প্যারিসের দর্শনীয় স্থান গুলো খুব সহজে এবং নতুন পদ্ধতিতে ভিজিট করতে পাড়বেন। অবশ্য তার জন্য আপনাকে গুনতে হবে মাত্র ২৫০ থেকে ৬৫০ ইউরো! এই মাসে তাদের আরো ৭টা ফ্লাইট আছে, আপনি ধরতে পারেন পছন্দ মত যেকোনোটি। এর মাধ্যমে আপনারা পাখির চোখে প্যারিস কিরকম দেখায়,সেই মজা অনুভব করতে পাড়বেন।
দেখুন তাদের প্রথম ভ্রমণের ভিডিও।

[youtube zkAn9k8Lj8Y?modestbranding=1&rel=0 nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]] আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস  তাই এগুলো থেকে  বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। আমাদের ফেসবুক ফ্যানপেজে যেতে এখানে ক্লিক করুন।  এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধররেন বিজ্ঞাপন দিতে পাড়বেন। জানতে এখানে ক্লিক করুন।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *