HTC One, Samsung Galaxy S3 এবং S4, Galaxy Note 3, iPhone 5 হচ্ছে বর্তমান বাজারের সবচেয়ে ভালো এবং বেস্ট স্মার্টফোন। কিন্তু মজার ব্যাপার প্রতিটি মোবাইল এর ক্লোন করেছে চাইনিজরা। এবং তারা বাজারে এই মোবাইল গুলো অনেক কম দামে দিচ্ছে। এমন কি আসল মোবাইল টি রিলিজ করার আগেই চীনা রা তাদের ক্লোন মোবাইল টি বাজারে বিক্রি করছে। এতে করে অনেকেই টাকা সেইভ করার জন্যে আমাদের মাঝে অনেকেই চাইনিজ মোবাইল এ মুভ হচ্ছি। আর আজ আমরা দেখবো এমন কয়েকটি মোবাইল যা চাইনিজ রা রিসেন্টলি করেছে এবং জানবো এই মোবাইল গুলতে কি কি প্রবলেম এ পরতে পারি আমরা।
এই মোবাইল গুলোর প্রবলেমঃ প্রথমত যেটা বললেই না তা হল চাইনিজ মোবাইল গুলতে অফিশিয়াল এন্ড্রয়েড ভার্সন ও সাপোর্ট নিয়ে আমাদের প্রবলেম এ পরতে হয়। যেমন প্লে ষ্টোর এর অনেক অ্যাপ ডাউনলোড করতে গেলে দেখায় এটি আমার মোবাইল এ সাপোর্ট দিবে না। আমি দুইটি অ্যাপ এর উদাহরন দেই তা হল Gmail & Whatsapp। এই দুটি অ্যাপ প্রায় আমাদের সকলের মোবাইল এ থাকে। আর এই দুটি অ্যাপ ই চাইনিজ সেট গুলোতে সাপোর্ট দিবে না।
এবার আসি সবচেয়ে দরকারি যেটা লাগবে সেটা হল ক্যামেরা। ক্লোন ডিভাইস এ আপনি ক্যামেরা এর ভালো সাপোর্ট পাবেন না। অফিশিয়াল সেট এর মতো যদিও চাইনিজ রা বলতেছে সেইম মেগাপিক্সেল আছে ক্লোন এ কিন্তু আসলে না। তারা শুধু এড দিচ্ছে যে এতো এতো মেগাপিক্সেল কিন্তু আসলে তা না। অফিশিয়াল সেট এর তুলনায় খুবই বাজে পারফরমেন্স পাবেন আপনি ক্লোন এ।এছাড়াও ব্যাটারি পারফরমেন্স এ ক্লোন এ ভালো সার্ভিস দিবেনা। এমন কি সাউন্ড কেমন হবে তা তো জানেনই!!
কি কি সেট এর ক্লোন পাওয়া যাচ্ছে???
চাইনিজ রা কপি করতে পারেনা এমন জিনিষ দুনিয়ায় খুব কমই আছে। আমি এখন এক কথায় বলতে পারি যে বাজারে নতুন যতগুলা স্মার্টফোন আছে সবগুলোর ক্লোনই পাওয়া যাচ্ছে চাইনিজ এ। এমনকি গ্যালাক্সি নোট ২।
আসুন তাহলে দেখি কয়েকটি চাইনিজ সেট যা অফিশিয়াল সেট এর ক্লোন করা হয়েছে…
Samsung Galaxy S4 vs. Feiteng H9504
চাইনিজ রা স্যামসাঙ এর সর্বশেষ ও বাজারকাঁপানো সেট গ্যালাক্সি এস ৪ এর ক্লোন ও করে ফেলেছে। ফিচার এ দেখাচ্ছে সেইম এমননি দেখতেও। এটির ক্লোন হিসেবে তারা করেছে Feiteng H9504
FEITENG H9504 | Galaxy S4 | |
Display: | 5 inches | 4,99 inches |
Resolution: | 1280 x 720 pixels | 1920 x 768 pixels |
CPU: | Cortex A7 dual-core at 1.2 GHz | Exynos 5 at 1.6 GHz and a Qualcomm Snapdragon at 1.9 GHz |
RAM: | 1 GB | 2 GB |
Internal Memory: | 4 GB | 16/32/64 GB |
Operating System: | Android 4.2 | Android 4.2.2 |
Battery: | Unknown | 2600 mAh |
Cameras: | 8 MP Rear and 5 MP Front | 13 MP Rear and 2 MP Front |
Other: | Dual SIM, microSD |
microSD |
Approximate Price: |
220 euros |
663 euros |
HTC One vs HDC One
এবার চলুন দেখি এইচটিসি এর বেস্ট স্মার্টফোন HTC One এর ক্লোন যা চাইনিজ রা করেছে এবং নাম দিয়েছে HDC One
HDC One | HTC One | |
Screen: | 4.7 inches | 4.7 inches |
Resolution: | 1,280 × 720 pixels | 1,920 x 1,080 pixels |
CPU: | MediaTek quadcore at 1.2 GHz | Qualcomm Snapdragon 600 at 1.7 GHz |
RAM: | 1 GB | 2 GB |
Internal Memory: | 4 GB | 32 GB |
Operating System: | Android 4.1.2 | Android 4.2 |
Battery: | 1600 mAh | 2300 mAh |
Cameras: | 8 MP Rear and 2 MP Front | 4 MP Rear (Ultrapixel) and 2.1 MP Front |
Other: | Dual SIM, microSD | microSD |
Approximate price: | $ 160 | 679 euros |
বুঝলাম চাইনিজরা এন্ড্রয়েড এর স্মার্টফোন ক্লোন করেছে। এতে করে অ্যাপল ইউজাররা খুশি এবং এন্ড্রয়েড ইউজারদের টিটকারি মারছেন। আরে ভাই থামেন, আসুন দেখুন আইফোন ৫ কেও ক্লোন করেছে চাইনিজরা।
iPhone 5 vs. Hero H2000+
Hero H2000 + | iPhone 5 | |
Screen: | 4 inches | 4 inches |
Resolution: | 800 x 480 pixels | 1136 x 640 pixels |
CPU: | Dual-core 1 GHz | Apple A6 (2 core) 1.2 GHz |
RAM: | 512 MB | 1 GB |
Internal Memory: | 4 GB | 16/32/64 GB |
Operating System: | Android 4.0 | iOS 6 |
Battery: | 1580 mAh | 1440 mAh |
Cameras: | 8 MP Rear 0.3 MP Front | 8 MP Rear and 1.3 MP Front |
Other: | Dual SIM | |
Approximate price: | 150 euros | 680 euros |
এছাড়াও আরও প্রায় সকল স্মার্টফোন এর ক্লোন করেছে চাইনিজরা। তাই আপনাদের সতর্ক করতে এই পোস্ট টি। যাই কিনুন একটু দেখে শুনে কিনুন। অনেকে চাইনিজ ক্লোন সেট কিনেছেন আসল ভেবে। আমাদের দেশ এ অনেক অসাধু ষ্টোর এই কাজগুলো করতেছেন। তাই সবাই একটু সতর্ক থাকুন। আর যারা বলবেন যে আমার টাকা কম কিন্তু নতুন ফোন এর মজা নিতে চাই। তাহলে আপনি ক্লোন কিনতে পারেন ও ভাব নেন আসলের!!
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]