• Sat. Nov ২৩, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালিয়ান প্রবাসীদের জন্য ক্যাফে ইতালিয়ানো

ByLesar

Jul 14, 2013

আমাদের অনেকেই রয়েছি যারা বাংলাদেশে যাওয়ার পর ইতালিয়ান ক্যাফে বা ইতালিয়ান ফুড খেতে চাই কিন্তু কোথায় পাওয়া যাবে তা নিয়ে দুসচিন্তে থাকি বা জানিনা বাংলাদেশের কোথায় ইতালিয়ান খাবারের একটি রেস্টুরেন্ট পাওয়া যাবে। আবার অনেক সময় দেখাযায় আমাদের সাথে অনেক ইতালিয়ান বাংলাদেশে গিয়ে থাকে, অনেকে যায় ঘুরতে আবার অনেকে যায় ব্যবসার কাজে তো তারা সেখানে একটি বড় সমস্যায় পড়ে আর সেটি হল ইতালিয়ান খাবার।তাই আজ আমরা আপনাদের বাংলাদেশে সম্পূর্ণ ইতালিয়ান খাবারদ্বারা পরিচালিত ইতালিয়ান ক্যাফে নামক রেস্টুরেন্ট এর সাথে পরিচয় করিয়ে দিবো, এতে করে আপনি যদি দেশে কখনো এরকম কোন সমস্যায় পড়েন তাহলে অন্তত ঠেকার কাজ চালাতে পাড়বেন। তো আসুন পরিচিত হই এই ক্যাফে ইতালিয়ানোর সাথে।

ক্যাফে ইটালিয়ানো একটি কফি শপ। এখানে ইটালির বিখ্যাত লাভাজ্জা কফি পাওয়া যায়। এছাড়া এখানে ৫০ ধরনের ইটালিয়ান খাবার পাওয়া যায়। রেগুলার সার্ভিস এর পাশাপাশি এখানে পার্টি আয়োজনের ব্যবস্থা রয়েছে। সম্পূর্ণ রেষ্টুরেন্টটি শীতাতপ নিয়িন্ত্রিত। এখানে বুফে খাওয়ার ব্যবস্থা নেই।

ঠিকানা এবং অবস্থানঃ
রাজধানীর অভিজাত এলাকা বনানীর ১১ নম্বর সড়কে চালু হয়েছে ইতালির বিশ্বখ্যাত লাভাজ্জা ব্রান্ডের ফ্রানচাইজ ক্যাফে ইটালিয়ানো। বনানী ১১ নং রোডে সৈনিক ক্লাবের পূর্ব দিকে এটি অবস্থিত। চান্দিওয়ালা ম্যানসন,বাড়ি ৩২, রোড ১১ (৫ম তলা)বনানী, ঢাকা।

মোবাইলঃ ০১৮১৩-৫৫৭৭৮৮, ০১৮২৬-৯৯৯৬৮০

ফেসবুক ফ্যান পেজ দেখতে এখানে ক্লিক করুন

পার্টি আয়োজনের ব্যবস্থাঃ এখানে সামাজিক বা কর্পোরেট ছোটখাট অনুষ্ঠান যেমন- জন্মদিন, বিবাহ বার্ষিকী, অফিসিয়াল সভা আয়োজনের ব্যবস্থা রয়েছে। এখানে একসঙ্গে ৪০ জন লোক একসাথে বসার ব্যবস্থা রয়েছে। পার্টির মেনুতে ফাস্টফুড এবং কফি জাতীয় খাবার পরিবেশিত হয়।

মূল্য পরিশোধ পদ্ধতিঃ নগদ টাকার পাশাপাশি ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে বিল পরিশোধের ব্যবস্থা রয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১ টা পর্যন্ত খোলা থাকে।নিজস্ব গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। একসাথে ১০ টি গাড়ি পার্কিং করা যায়।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *