• u. Dec ৫, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

জাল টাকা প্রতিরোধে ইতালিতে আসছে নতুন ১০ ইউরোর নোট

ByLesar

Jan 16, 2014

জাল টাকা প্রতিরোধ করার কথা মাথায় রেখে BCA মানে Banca Centrale Europea ইউরোপের সেন্ট্রাল ব্যাংক নতুন একটি ডিজাইন এর ১০ ইউরোর নোটের উপস্থাপন করে। যেটি ইউরোপে এই বছরের সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ থেকে সাধারন মানুষের হাতে দেখা যাবে। ইউরোপের সেন্ট্রাল ব্যাংক ১০ ইউরোর এই নতুন ডিজাইনটি অনেক গবেষণা করে প্রকাশ করতে যাচ্ছে, তাদের মতে আগের ১০ ইউরোটি অনেক সহজেই নকলকারীরা নকল করে ফেলতে পারতো তবে এই ডিজাইন নকল করতে অনেক কষ্ট করতে হবে। কেননা এটি বিশেষ কিছু পদ্ধতিতে ডিজাইন করা যার ফলে এটাকে নকল করা অসম্ভব বনে জানান ব্যাংক এর কর্মকর্তা Lussemburghese Yves Mersch তিনি আরো বলেন এই ডিজাইনে কিছু সিক্রেট রয়েছে যার জন্য এতিকে নকল করা অনেকটাই অসম্ভব। তারা আশা করেন এটি সাধারন মানুষদের জাল টাকার হাত থেকে রক্ষা করতে সাহায্য করবে। 

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *