প্রায় এক দশক ধরে পঞ্চাশোর্ধ বয়সী কালাম সাহেব (ছদ্বনাম) ইতালীতে কাজ করছে। অল্প বেতন দিয়ে সংসার চলে না বলে কাজ থেকে ফিরে এসেই ব্যাচেলর রুমে রান্নার কাজ করে কিছু বাড়তি ইনকাম করে। রাত দিন কাজ আর কাজ। কালাম সাহেবের অবসর নেই।
ট্যুরিষ্ট ভিসায় ইতালীতে প্রবেশ করে অবৈধ ভাবে বসবাস করে বলে বাড়ীতে যেতে পারে না। তিন মেয়ে ও এক ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে কালাম সাহেব দেশে যেতে ভয় পায়। ইতিমধ্যে এক মেয়েকে বিয়ে দিয়েছেন। আরো দুই মেয়ে বিবাহ যোগ্য। ছেলে এখনো উপার্জন করার মত বয়স হয়নি। মেয়েদেরকে বিয়ে দিতে আর ছেলেকে প্রতিষ্টিত করতে কালাম সাহেবকে আরো অনেক কষ্ট করতে হবে। আরো বহু বছর প্রবাসে থাকতে হবে।
এই ভাবে কাজ করতে গিয়ে কোন একদিন কালাম সাহেব পৃথিবী থেকে বিদায় নিবেন। কি পেলেন বা কি পাবেন প্রবাসী কালাম সাহেব?
এই রকম অনেক প্রবাসী কালাম সাহেবকে ইতালীতে বসবাস করতে দেখি। তাদের সংখ্যা এখন হাজার লক্ষ কাছাকাছি। এই সংখ্যা আরো বাড়বে——তাদের দুঃখ কষ্টগুলো কেউ দেখে না—তাদের কথা গুলো কেউ শুনে না—-কারন তারা প্রবাসী!!
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]