• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইসলাম গ্রহণ করলেন মাইকেল জ্যাকসনের বোন

Byadilzaman

Jun 26, 2013

মাইকেল জ্যাকসনের বোন গায়িকা ও অভিনেত্রী জ্যানেট জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।তিন বছরের ডেটিং শেষে কয়েকমাস আগে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কাতারের বিলিয়নিয়ার ব্যবসায়ী উইসাম আল মানাকে বিয়ে করেন জ্যানেট।এ প্রতিবেদনে আরো বলা হয়, জ্যানেট মধ্যপ্রাচ্যে চলে গেছেন এবং ধর্ম পরিবর্তনের পর নাম রেখেছেন জান্নাত।
জ্যানেট সম্পূর্ণভাবেই গানের ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছেন। এর আগে অবশ্য জ্যানেটও জানান, আমি গান ছাড়তে চাই যাতে আমি আমার স্বামীর সঙ্গে ব্যক্তিগত জীবনযাপন করতে পারি এবং মিডিয়া থেকে দূরে থাকতে পারি।উইসামের সঙ্গে এটি ছিল জ্যানেটের তৃতীয় বিয়ে। এ বিয়ের পর থেকে জ্যানেট আর কোনো অভিনয় করেননি এবং তার কোনো গানও মুক্তি পায়নি। ২০১২ সালে একটি ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে নয় বছরের ছোট উইসামকে বিয়ে করেন জ্যানেট।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *