রবিবার রাতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে যখন মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বাংলাদেশী পারমিতা মিত্র। যিনি ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন মিস মিসিসিপি।
ওক গ্রোভ হাইস্কুলের ২০০৯ সালের গ্রাজুয়েট পারমিতা মিত্র প্রতিযোগিতার নানা পর্বে অংশ নেবেন। রবিবার স্থানীয় সময় রাত ৮টায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এনবিসি টেলিভিশন। পারমিতা মিত্র প্রথম বাংলাদেশি অভিবাসী যিনি মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তিনি চারটি ভাষায় কথা বলতে পারেন।
পারমিতা মিত্র বলেন, সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে তিনি দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছেন। পুরো পরিবার অনুষ্ঠানে উপস্থিত থেকে তাকে সাহস যোগাবে। বড় ভাই অম্লান মিত্র বলেন, পারমিতা স্বাধীনচেতা নারী। তবে আমরা তার সাথে আছি। আমরা তার জন্য গর্বিত।
পারমিতা মিত্রের পরিবার যুক্তরাষ্ট্রে যায় ১৯৯২ সালে। তখন তার বয়স ছিল এক বছর। এরপর তারা বাংলাদেশে ফিরে আসেন। তারা যখন মিসিসিপির হেটিসবার্গে স্থায়ী ভাবে চলে যান তখন তার বয়স পাঁচ বছর। এখন তিনি মিসিসিপি ইউনিভার্সিটিতে মাহাকাশ প্রকৌশল নিয়ে পড়াশুনা করছেন। তার ভাই ও পরিবার তার প্রেরণা। তিনি নাসায়ও কাজ করেন।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]