আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি কেননা কিছু সংখ্যক ছেলে বা ভাইয়েরা আমাদের দেশের নাম ও ভাবমূর্তি অক্ষুন্ন করে যাচ্ছেন আর তাই আজকে আমি আপনাদের একটি ব্যাপারে অনুরধ করবো যাতে করে আমরা সবাই মিলে একটু চেষ্টা করলে এই দিক গুলি থেকে নিজেদের ও দেশের মানুষের সম্মান অর্জনে বিশেষ ভুমিকা পালন করে যেতে পারি। অতি দুঃখের সাথে বলতে হচ্ছে, এই যে আমরা যারা প্রবাসে জীবন যাপন করি তারা হয়তো জানেন যে এখানকার মসজিদ গুলো আমাদের দেশের মতো না কেননা এখানে শুধু বাংলাদেশী না এখানকার মসজিদ গুলোতে সকল মুসলিম দেশের মানুষ একসাথে মিলে মিসে নামাজ আদায় করে থাকি। তাই এখানে কিছু কিছু মসজিদ রয়েছে জেগুলো মরক্কি বা অন্যান্য আরবি দেশের ইমাম দ্বারা পরিচালনা হয়ে থাকে এবং জুম্মার নামাযের সময় খুতবা পড়া হয় আরবি ভাষায়। উল্লেখ্য আমাদের জানা মতে অনেক এলাকার মসজিদে যেখানে আরবিতে খুতবা পড়া হয় শেসব এলাকার মসজিদে আমাদের দেশের ছেলে পেলে নামাজ পরতে গিয়ে খুদবা পড়ার সময় একে অপরের সাথে কথা বলা টেলিফোনে কথা বলা সহ নানান ভাবে অন্যান্য দেশের মুসল্লিদের খুদবার সময় তাদের ধ্যান ও খুদবা শূনতে বিরক্তিকর কারন হয়ে দাঁড়ান। দেখা গিয়েছে অনেক মসদিজে এ ব্যাপার নিয়ে এলাকার অন্য মুসলমান ভাইয়েরা আমাদের দেশের ছেলেদের এ ব্যাপারে অনেক ভালে বুঝানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন এবং অবশেষে তাদের ভিতর আমাদের দেশ নিয়ে খারাপ চিন্তা ভাবনার জন্ম নিচ্ছে। তাই আপনাদের সবার কাছে আমাদের বিশেষ ভাবে বিনিত অনুরোধ অন্তত জুম্মার দিন নামাজ পরতে গিয়ে খুতবার সময় কেউ কারো সাথে কথা বা টেলিফোনে কথা বলবেন না কেননা আপনি হয়তো আরবি বুঝেন না কিন্তু আপনার সাথের অন্যান্যরা মনযোগ দিয়ে ইমামের কথা শূনে থাকে। তাই নিজের কথা না ভেবে অন্নের কথা চিন্তা করে হলেও এই ব্যাপার গুলো থেকে নিজেকে বিরত রাখুন। এবং এটি আপনি আমার জন্য করবেন না এটি আপনি আপনার নিজের জন্যই করছেন কেননা মসজিদ একটি শান্তিপূর্ণ জায়গা এবং আমরা চাইনা সেখানে এরকম কিছু সংখ্যক মানুষের জন্য অন্নের কাছে বিরক্তির কারন হয়ে দারাতে। কেননা আজকে আপনি অন্যকে শ্রদ্ধা করবে তো অন্যরাও আপনাকে শ্রদ্ধা করবে, এবং আল্লাহ তালা আমাদের সব কাজ কর্ম নিজ হাতে হিসাব করে রাখে তাই আপনি হইতো এখন না বুঝে এটি করছেন কিন্তু আজ বাদে কাল আমাদের সবাইকেই মরতে হবে,তাই একবার ভেবে দেখুনতো? কাল আপনি মারা গেলে কি যাবে আপনার সাথে, আপনার গাড়ি,বাড়ী,ধনসম্পদ বা আত্মীয় স্বজন কেউ আপনার সাথে থাকবে না, সাথে থাকবে শুধু আপনার করে যাওয়া কৃতকর্ম, আজ আপনি ভালো কিছু যাই করেন না কেন এগুলোই হবে আপনার আসল সম্পদ আর এই সম্পদি আপনার সাথে জাবে। তাই আমরা সবাই মিলে চেষ্টা করি ভালো কাজ করতে এবং অন্যকে ভালো কাজে উৎসাহ দিতে। আমাদের কথায় কারো খারাপ লাগলে আমরা একান্ত ভাবে দুঃখিত এবং দয়া করে আমাদের ক্ষমা করে দিবেন। আর যদি মনে হয় আমাদের কথাগুলো ঠিক তাহলে সাবার কাছে শেয়ার করে আমাদের এই কথা গুলো জানিয়ে দিন। ধন্যবাদ।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]