২৭ ও ২৮ এপ্রিল লন্ডনে অনুষ্ঠিত ‘ইয়াহু ! হ্যাক ইউরোপ !’ প্রতিযোগিতায় ইউরোপের ১৮টি দেশের ২৩০জন সফটওয়্যার প্রকৌশলীদের মধ্যে ‘রোড বাডি’ সফটওয়্যার নির্মাণ করে শ্রেষ্ঠ প্রোগ্রামারের পুরস্কার জিতে নিয়েছেন বাংলাদেশী প্রকৌশলী হাসান আজিজুল হক অভি। এই পুরস্কারের অর্থমূল্য পাঁচ হাজার পাউন্ড স্টালিং।
মোবাইল ফোন ব্যবহারকারী পথচারীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য হাসান হক উদ্ভাবন করেছেন ‘রোড বাডি’ সফটওয়্যার। ‘রোড বাডি’ বা ‘পথ বন্ধু’ সফটওয়্যারটি যে কোন অঞ্চলে পুলিশের তথ্যভান্ডারে সংরক্ষিত অপরাধ পরিসংখ্যানকে গুগল ম্যাপে সন্নিবেশ করে মোবাইল ব্যবহারকারীকে অপরাধপ্রবণ এলাকায় প্রবেশের পূর্বেই সতর্কসংকেত দেয় এবং বিকল্প নিরাপদ পথের দিক নির্দেশনা প্রদান করে।
লন্ডনের মোবাইল মার্কেটিং এজেন্সি ‘মুভমেন্ট ডিজিটাল লিমিটেড’ এর শীর্ষস্থানীয় প্রকৌশলী হাসান আজিজুল হক যুক্তরাজ্যের গ্লসেস্টারশায়ার বিশ্ববিদ্যালয় থেকে সিস্টেম সিকিউরিটি ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এর পূর্বে তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রী লাভ করেন।
হাসান আজিজুল হক (অভি) তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জনাব গাজী মো. আলী আকবরের জেষ্ঠ্য পুত্র। মাতার নাম শাহনাজ বেগম। তিনি বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার চরকচুড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
হাসান আজিজুল হক অভি ২০০৭ সালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের অপর দুই কৃতী ছাত্র-ছাত্রী লুবাবা তানিশা ও জুয়েল সাহার সাথে রোবটিক হাত নির্মাণ করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা অর্জন করেন। বেসিক স্ট্যাম্প-২ প্রযুক্তি ব্যবহার করে মাইক্রোকন্ট্রোলার নিয়ন্ত্রিত এই রোবটিক হাতটি সামনে পিছনে ও উপরে নিচে সঞ্চালনক্ষম এবং যেকোন বস্তু ধরে স্থানান্তরে সক্ষম।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]
Congrats.