► আপনার যদি বুক জ্বালাপোড়া করে
তাহলে চুইংগাম খান,
এতে বুক জ্বালাপোড়া কমে যাবে!
►মহিলাদের অতি ব্যবহৃত লিপস্টিক
তৈরি করার জন্য মাছের আইশ ব্যবহার
করা হয়।
►কাঁচা দুধে তুলা ভিজিয়ে ঠোটে ঘষুন ,
কালো দাগ তো উঠবেই
সাথে ঠোটে গোলাপী ভাব আসবে।
►কনুইয়ের কালো দাগ দূর করতে
লেবুর খোসায় চিনি দিয়ে
ভালো করে ঘষুন ।চলে যাবে।
►ব্রনের উপর রসুনের কোঁয়া ঘষে নিন ,
তাড়াতাড়ি মিলিয়ে যাবে ।
গ্যারান্টি !!
►পায়ের গোড়ালী ফাটলে ,পেয়াজ
বেটে প্রলেপ দিন ।
ক্রীম কিংবা স্ক্রাব এর
ঝামেলায় যেতে হবেনা !
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]