• u. Dec ১২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

বিশ্বের বিলাসবহুল কয়েকটি এয়ারলাইন্স

Byexperience

Jun 5, 2013

আধুনিক বিশ্বে যাতায়াতের অপরিহার্য মাধ্যম হল বিমান । এক সময় যা কেবল ধনীদের বিলাসিতার বিষয় ছিল আজ তা সমাজের মধ্যবিত্তের নাগালের মাঝে চলে এসেছে । কমার্শিয়াল ফ্লাইটে ভ্রমণকারী বেশির ভাগই এখন মধ্যবিত্ত বা সাধারন আয়ের মানুষ । তবে কোম্পানিগুলো তাদের পুরনো গ্রাহকদের ভুলেনি।সময়ের সাথে সাথে তাদের ভি আই পি গ্রাহকদের দিয়েছে নতুন নতুন সুবিধা । আজকে জানাব আপনাদের এমনি কয়েকটি এয়ারলাইন্সের বিলাসবহুল ভ্রমণের কথা

সিঙ্গাপুর এয়ারলাইন্স এ-৩৮০ ভিআইপি ক্যাবিনঃ সিঙ্গাপুর এয়ারলাইন্সের ভিআইপি ক্যাবিনে বুকিং দিলে আপনি পেতে পারেন এমন একটি ক্যাবিন

অথবা

এ ৩৮০ এয়ারবাস কমার্শিয়াল বাসের মধ্যে অন্যতম বৃহৎ। এর ভেতর আপনার জন্য থাকবে আপনার নিজস্ব কাস্টম মেইড ক্যাবিন । এর সাথে থাকবে ২৩ ইঞ্চি ফ্ল্যাট স্ক্রিন টিভি । এছাড়াও আপনার দেখভালের জন্য থাকবে একজন নিজস্ব বাটলারClick This Link এই বিলাসবহুল ক্যাবিনের প্রথম গ্রাহককে ই বে তে নিলামে অংশ নিয়ে প্রায় ১০০০০০০ ডলার খরচ করতে হয়েছিল তার সুইটের জন্য । Click This Link

ইতিহাদ এয়ারঅয়েজের ডায়া্মন্ড ফার্স্ট ক্লাস স্যুইটঃসংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ । এটি বিশ্বের ৪৩টি দেশের ৬৮ টি গন্তব্যে তাদের যাত্রীদের পৌঁছে দেয় । প্রথমে দেখে নিন এর কয়েকটি ছবি তারপর চিন্তা করবেন এটাতে ভ্রমণ করবেন কি না ।

ইতিহাদ এয়ারয়েজের রয়েছে বিশ্বের অন্যতম বিলাসবহুল ট্রিপের ব্যবস্থা । এর ফার্স্ট ক্লাস স্যুট এ আপনি পাবেন ২৩ ইঞ্চি ফ্লাট টিভি , মিনি বার , কনভারটেবল ৮ ফুট ছ্য় ইঞ্চি বিছানা যা ম্যাসাজ চেয়ার হিসেবে কাজ করতে পারে । এতে আরও থাকবে ল্যাপির জন্য কানেক্টিভিটি পোর্ট আর অন্যান্য সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা Click This Link

এমিরাটস এয়ারয়েজঃ ১৯৮৫ সালে মাত্র দুটি বিমান নিয়ে যাত্রা শুরু করে এমিরাটস এখন বিশ্বের অন্যতম একটি প্রধান এয়ারলাইন্স কোম্পানি । ভ্রমণ বিলাসিদের জন্য এমিরাটস সব সময় নিয়ে এসেছে একের পর এক চমক । এবার তাদের নতুন সংযুক্তি স্পা । হ্যা , আপনি ঠিকি শুনেছেন । এমিরাটসের দুবাই- লন্ডন রুটে আপনি ইচ্ছা করলে ভ্রমণের সময় স্পা করতে পারেন । অবশ্য এর জন্য আপনাকে আগেই অথরিটিকে জানিয়ে রাখতে হবে । আসুন দেখি এর কয়েকটি ছবি

ব্রিটিশ এয়ারয়েজঃ বিলাসবহুল বিমান যাত্রা নিয়ে আলোচনা হবে আর ব্রিটিশরা বসে থাকবে তা কি করে হয় । আসুন দেখি ব্রিটিশ ফার্স্ট ক্লাস কেবিন আপনার জন্য কি আয়োজন করেছে । এর বি- ৭৭৭ এর ফার্স্ট ক্লাসে আপনি পাবেন কনভারটেবল বেড , মুড লাইটিং , নয়েজ ক্যান্সিলিং হেড সেট , ইন্টিগ্রেটেড মাল্টিমিডিয়া সিস্টেম সহ আরও বহু সুবিধা ।

লুফথান্সা এয়ারয়েজঃ লুফথান্সা এয়ারয়েজ জার্মান পতাকা বাহী জাতীয় বিমান । যাত্রী ধারন ক্ষমতা আর ফ্লিট এর সংখ্যার ভিত্তিতে এটি ইউরোপের সর্ব বৃহৎ এয়ারলাইন্স। লুফথান্সা এয়ারয়েজর রয়েছে আকর্ষণীয় সুইট যা আপনার বিমান ভ্রমণের অভিজ্ঞতা বদলে দিতে পারে । এর পার্সোনাল ক্যাবিনে আপনার জন্য থাকবে প্রসস্থ বেড । এর সাথে থাকবে আপনার নিজস্ব বাথরুম আর গোসলের ব্যবস্থা । এছাড়া এতে আছে সাউন্ড প্রুফ কারটেন যা আপনার ভ্রমণ কে করবে প্রশান্তিময় । আর অন্যান্য মনোরঞ্জনের ব্যবস্থা তো থাকছেই । Click This Link

জেট এয়ারয়েজের লন্ডন টু মুম্বাইয়ের প্রাইভেট ক্যাবিন ঃ জেট এয়ারয়েজের মুম্বাই- লন্ডন রুটের জন্য নতুন বোয়িং ৭৭৭ -৩০০ ই আর বিমান চালু করেছে । এই ফ্লাইটের মুল আকর্ষণ এর ফার্স্ট ক্লাস ক্যাবিন । এর ২৬ স্কয়ার ফুট ক্যাবিনে দুইটি বেড এর পাশাপাশি রয়েছে বিনোদনের জন্য একটি ২৩ ইঞ্চি ফ্লাট টিভি । এতে রয়েছে স্লাইডিং দরজা যা আপনার প্রাইভেসির নিশ্চয়তা করে । সম্পূর্ণ রাজকীয় এই ভ্রমণের জন্য আপনাকে গুনতে হতে পারে মাত্র ৪৪২১ ইউরো http://world-most-expensive.com/airlines-suites-luxury

 

ভালো লাগলে সবার সাথে শেয়ার করুণ।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]]

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *