• Sun. Dec ১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

মেয়েদের জন্য!!হিডেন ক্যামেরা সনাক্ত করার কিছু উপায় জেনে নিন।

Byadilzaman

Nov 23, 2013

১- ট্রায়াল রুমে (যেখানে কাপড় পাল্টাবেন) ঢুকে
আপনার মোবাইল থেকে কাউকে কল দেয়ার চেষ্টা
করুন। যদি কল করা যায় ও নেটওয়ার্ক থাকে-
তাহলে গোপনক্যামেরা নাই।
আর যদি কল করা না যায় ও নেটওয়ার্ক হঠাৎ করে
ডাউন হয়ে যায়-তাহলে অবধারিতভাবে বুঝবেন
সেখানে গোপন ক্যামেরা রয়েছে। গোপন ক্যামেরার
সাথে ফাইবার অপটিক্যাল ক্যাবল থাকে। সিগন্যাল
ট্রান্সফার করার সময় এর ইন্টারফিয়ারেন্ -স হতে
থাকে। যার জন্য মোবাইল নেটওয়ার্ক ঐখানে কাজ
করেনা।
২-শপিংমলের ড্রেসিং/ট্রায়াল
রুমে (যেখানে মেয়েরা
কাপড় পাল্টায় বা ফিটিং চেক করে) সেখানে যে
আয়না থাকে সেটা আসল নাওহতে পারে, এটিও
গোপন ক্যামেরার মতই মারাত্মক !
প্রযুক্তির অপব্যবহারে আসল আয়নার মাঝে এখন
যুক্ত হয়েছে নকল আয়না, যাকে বলাহয় দ্বিমুখী আয়না ।
এই আয়নায় আপনি আপনার চেহারা দেখতে পারবেন,
কিন্তু ভুলেও বুঝতে পারবেন না যে অন্যপাশ হতে
কেউ আপনাকে দেখছে! অথবা আয়নার অন্য পাশে
লাগানো আছে অত্যাধুনিক কোন ক্যামেরা ।
আপনারআঙ্গুল আয়নার উপর রাখুন। যদি আপনার
আঙ্গুলের মাথা প্রতিবিম্ব আঙ্গুলের মাথার সাথে না
লাগে (মাঝে যদি ফাঁকা থাকে তাহলে আয়না যদি
আঙ্গুলের মাথা প্রতিবিম্বের মাথার
সাথে লেগে যায়,
তার মানে আয়না নকল!
আসল আয়নার সিলভার প্রলেপ থাকে আয়নার
পিছনে, যার জন্য আপনার আঙ্গুল ও প্রতিবিম্বের
মাঝে ফাঁকা থাকবে আয়নার পুরুত্বের জন্য।
আর নকল আয়নার (দ্বিমুখী) সিলভার প্রলেপ থাকে
আয়নার সামনে, যার জন্য আপনার আঙ্গুলের ছাপ
আপনার আঙ্গুলের প্রতিবিম্বের
সাথে লেগে যাবে কারন
মাঝে কোনো বাধা নেই।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *