আমরা যারা প্রবাসে থাকি তাদের সবার মনে একটাই দুঃখ, দেশের মত সেই মধুর আযানের ধনী শূনতে পাই না!!! আবার আমরা অনেক সময় নেট এবং কম্পিউটারের কাজে এমন ব্যাস্ত হয়ে যাই, যে আজানর সময় কখন যে পার হয়ে গিয়েছে তার খবরি থাকে না । যার কারনে আমারা প্রবাসীরা সঠিক সময় মত সাথে নামাজ পড়তে পারি না, আর এমন হবে না আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আযান দেওয়ার অসাধারন এক সফটওয়্যার যার মাধ্যমে আপনি আপনার এলাকার নামাজের টাইম সিলেক্ট করে দিন তাহলে আজানের সময় হলে অটোমেটিক আজান দেওয়া শুরু হবে। তাহলে আপনার আর নামাজ মিস হবে না। আরো অনেক সুন্দর ফিচার রয়েছে যেমন, কেবলা নির্নায়ক, হিজরী ক্যালেন্ডার এবং পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন মসজিদের সুন্দর সুন্দর আযান।
এখন থেকে এই সফটওয়্যার এর মাধ্যমে নামাজের সময় হলে আপনাকে স্বরণ করিয়ে দিবে আপনার পিসি ।
কম্পিউটার চালু করার সময় বিসমিল্লাহির রাহমানির রাহীম তেলাওয়াত করবে।
আপনি নির্দিষ্ট ওয়াক্তের জন্য আযান সিলেক্ট করে দিতে পারবেন।
এছাড়াও এটা আপনাকে পরবর্তী নামাজের কত ঘন্টা কত মিনিট এবং কত সেকেন্ড বাকী আছে তা জানিয়ে দেবে। পৃথিবীর যে কোন স্থানের নির্দিষ্ট দিন, মাস ও বছরের নামাজের স্থায়ী সময়সূচী আপনি এর মাধ্যমে জানতে পারবেন।
তাহলে আর দেরী না করে এখান থেকে ডাউনলোড করে নিন।
আশা করি প্রবাসের মাটিতে এটি আপনাদের অনেক কাজে আসবে। এবং প্রবাসে থেকেও আপনাকে মনে করিয়ে দিবে স্বদেশ এর কথা।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]
khouv nice …….ami azyan ar soft ta downlod kora si………alhamdolliah