• Sun. Nov ২৪, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

কিভাবে আপনার ইতালিয়ান Patente ড্রাইভিং লাইসেন্স এর পুন্তি বা পয়েন্ট কন্ট্রোল করবেন? অনলাইনে।

ByLesar

Dec 7, 2013

আমাদের অনেকেরই ইতালীয়ান ড্রাইভিং লাইসেন্স রয়েছে  এবং আমরা সবাই চাই যত্ন সহকারে এটিকে রক্ষা করতে। ইতালীর আইন অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়ার পর থেকে এর মধ্যে ২০ পয়েন্ট দেওয়া থাকে। যা আইন অমান্য করার সাথে সাথে কমতে থাকে।যেমনঃ আপনি কোন সিগন্যাল অমান্য করলে আপনার কিছু পুন্তি কাটা যাবে,আপনি দূরত্ব বজায় না রেখে গাড়ী চালালে আপনার ৫ পুন্তি কাটা যাবে,আপনি যদি জেব্রাক্রসিং এ গাড়ী স্টপ না করে পথচারীকে যেতে না দেন তাহলে সে ক্ষেত্রে আপনার সর্বচ্চ ৮ পুন্তি কাটা যাবে,এরকম আরো অনেক কারণ রয়েছে যা অমান্য করার কারণে আপনার পুন্তি কাটা যেতে থাকবে। কি কি কারণে পুন্তি কাটা যায়? তা এখানে ক্লিক করে এর বিস্তারিত যেনে নিতে পাড়বেন। এভাবে আপনার পুন্তি কমতে কমতে যখন ২০ পুন্তি শেষ হয়ে যাবে, তখন থানা থেকে আপনাকে খুঁজে বেড় করে আপনার ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হবে এবং আপনাকে পুনরায় নতুন করে পরীক্ষা দিয়ে নতুন লাইসেন্স নিতে হবে। যেহেতু বর্তমানে ইটালীতে ড্রাইভিং লাইসেন্স পাওয়া খুব কষ্টকর আমাদের জন্য তাই আমি আজ আপনাদের শেখাবো কিভাবে আপনার ড্রাইভিং লাইসেন্স এর পুন্তি সম্পর্কে জানতে পাড়বেন, কেননা আমরা সবাই জানতে চাই আমাদের ড্রাইভিং লাইসেন্স এ কত পুন্তি রয়েছে। তাই আমি আপনাদের দেখিয়ে দিবো কি ভাবে পুন্তি কন্ট্রোল করতে হয় তাও আবার সম্পূর্ণ ফ্রি এবং নিজে নিজেই কারো সাহায্য ছাড়া, এটি আমি আপনাদের দিয়ে করাবো! কি পাড়বেন না?

আসেন তাহলে শুরু করা যাক।

ড্রাইভিং লাইসেন্স এর পুন্তি কন্ট্রোল করার জন্য ইতালীয়ান একটি সাইট রয়েছে যার নাম Portale dell’Automobilista সেখানে প্রথমে আপনাকে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার পর আপনি আপনার সম্পর্কে সব তথ্য জানতে পাড়বেন যেমনঃ আপনার লাইসেন্স এর পুন্তি, আপনার নামে কতগুলো গাড়ী বা মোটরবাইক রয়েছে ইত্যাদি ইত্যাদি। আমি এখানে আপনাদের চিত্র সহ দেখাবো কিভাবে নিবন্ধন করে কাজ গুলো করা যায়।

নিবন্ধন করার জন্য এখানে ক্লিক করুণ নিচের চিত্রের মতো একটি পেজ আসবে।

এখানে ছবিতে দেখানো Registrati qui » লেখাতে ক্লিক করুণ তাহলে সেখানে তাদের শর্তাবলী সম্পর্কে বিস্তারিত জানাবে এখানে continue তে ক্লিক করুণ। তাহলে নিচের চিত্রের মতো একটি ফর্ম আসবে নিচের ছবিটি দেখুন।

এখানে আপনার নাম nome, আসল নাম cognome, কোদিচে ফিসকালে codice fiscal, আপনার ইমেইল এড্রেস দিয়ে সর্ব শেষে Codice Captcha এর ঘরে ওদের দেওয়া যে অক্ষর গুলো দেখাবে তা টাইপ করুণ। করা হয়ে গেলে Continue তে ক্লিক করুণ। সব কিছু ঠিক থাকলে আপনাকে পরের পেজে নিয়ে যাবে সেখানে আপনাকে বলা হবে , যে আপনার নিবন্ধন করা সম্পূর্ণ হয়েছে এবং আপনার ইমেইল এড্রেসে তারা একটি ইমেইল পাঠাবে সেখানে একটি লিংক দেওয়া হবে  এবং সেই লিংকে ক্লিক করলে আপনাকে আবার একটি নতুন ফর্ম এ নিয়ে যাবে সেখানে আপনাকে আপনার ডকুমেন্টস এর বিস্তারিত লিখে পূরণ করতে হবে।তাহলে এবার আপনার ইমেইল এ লগইন করুণ করে ওদের কাছ থেকে আশা মেইল ওপেন করে সেখানে যে লিংক আছে সেখানে ক্লিক করুণ নিচের চিত্রে দেখানো হোল।

উপরের চিত্রে দেখানো আপনার কাছে আসা মেইলের ঐ লিংকে ক্লিক করুণ তাহলে নিচের চিত্রের মতো দেখতে পাবেন।

উপরের দেখানো ফর্মটিতে আপনার বিস্তারিত দিয়ে যেমনঃ পাসওয়ার্ড ,আপনার শহর, নাগরিকত্ব, জন্ম তারিখ, আপনার এড্রেস, আপনার ড্রাইভিং লাইসেন্স এর নাম্বার ও আপনার ফোন নাম্বার সহ যা যা চেয়েছে তা দিয়ে continua তে ক্লিক করুণ তাহলে পড়ের পেজে নিয়ে যাবে সেখানেও continua তে ক্লিক করুণ পড়ে আরো একটি পেজ আসবে সেখানেও continua তে ক্লিক করুণ ব্যস এবার আপনার নিবন্ধন করা ১০০% সম্পূর্ণ হয়েছে। তবে এখন যে পেজটি আসবে তা খুব গুরুত্বপূর্ণ কেননা এখানে আপনার ইউজার আইডি দেওয়া হবে যা দিয়ে আপনি ওদের সাইতে লগিন করতে পাড়বেন। তাই ভালো করে লক্ষ করুণ এবং আপনার ইউজার আইডিটি কোথাও লিখে রাখুন। নিচের চিত্রে দেখানো হোল।

উপরের চিত্রে সনাক্ত করে দেখানো হয়েছে আপনার ইউজার আইডিটি।এবার আমরা দেখবো কিভাবে লগইন করে আপনার লাইসেন্স এর  বিস্তারিত জানবেন। লগইন করার জন্য এখানে পাওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড লাগবে। উল্লেখ্যঃ পাসওয়ার্ড আপনি ফর্ম পূরণ করার সময় দিয়েছিলেন।লগইন করার জন্য এখানে ক্লিক করুণ। নিচের চিত্রের মতো দেখতে পাবেন।

উপরের চিত্রে দেখানো মতো ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে Accedi তে ক্লিক করুণ নিচের চিত্রের মতো একটা পেজ আসবে।

এখানে Accesso ai servizi তে ক্লিক করে Verifica punti patente তে ক্লিক করুণ তাহলে ডান পাশে আপনার ড্রাইভিং লাইসেন্স এর বিস্তারিত দেখাবে।

আসা করি আপনাদের বুঝাতে পেরেছি। তার পরেও যদি আপনাদের কারো কোন প্রবলেম হয় তাহলে আমাদের কাছে কমেন্ট এর মাধ্যমে জানাতে পারবেন। আমরা চেষ্টা করবো আপনাদের সাহায্য করতে ধন্যবাদ।

 [[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

One thought on “কিভাবে আপনার ইতালিয়ান Patente ড্রাইভিং লাইসেন্স এর পুন্তি বা পয়েন্ট কন্ট্রোল করবেন? অনলাইনে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *