• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালীর ভিসেন্সার মারিয়ম মোহাম্মেদ মোহনা আলতো ভিসেন্তিনোর ২০১২এর কৃতী ছাত্রী

ByAlam Mahabub

Dec 29, 2012

SnapShot(0)h

উত্তর ইতালীর ভিসেন্সার এস্কিউতে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভুত মারিয়ম মোহাম্মদ মোহনা, সে স্থানীয় আরনালদো ফুছিনাতো স্কুল হতে  শিক্ষা বর্ষ ২০১১/২০১২তেরছা মেডিয়া  অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের  সমাপনী পরীক্ষায় অসামান্য কৃতীত্বের স্বাক্ষার রেখেছে।

SnapShot(0)b অসাধারন প্রতিভাধর এশিক্ষার্থী সবকটি বিষয়ে শতকরা ৯৫ভাগের উপরে  নম্বর পেয়ে  কৃতীত্বের সাথে সাফল্য অর্জন করেছে। গত শনিবার এস্কিউ কমুনের পক্ষহতে কৃতীছাত্র ছাত্রীদের মাঝে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে  মোহনাকে পুরুষ্কৃত করেছেন স্থানীয় কমুনের সিন্ডাকো লুইজী দাল্লা ভিয়া। তাছাড়া স্কুলের পক্ষ হতে তাকে সম্ভোদনা সহ বৃত্তি প্রদান করেছে। কর্মজীবি মোহনার বাবা মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বপন তার দেশের বাড়ী নোয়াখালির চাটখিল থানায়।সে দীঘ্যদিন ধরে ভিসেন্সার সস্কিউতে বসবাস করেন।SnapShot

তিনি মনে করেন সন্তানদের মানুষ করার জন্য পিতামাতার দ্বায়িত্য ও কর্তব্য অনেক,সৎ কাজের আদেশ অসৎকাজের নিষেধ এবং খেলার সময়  খেলা, পড়ার সময় পড়া এভাবেই সন্তানদের প্রতি খেয়াল রাখা প্রবাসী প্রতিটি মা-বাবার কর্তব্য।তিনি তার সন্তান সহ প্রবাসী প্রত্যেক সন্তানের জন্য দোয়া প্রার্থী। তিন ভাই-বোনের মধ্যে মোহনা সবার বড়, সে আমাদের কে জানয় ভাল রেজাল্ট করার জন্য ক্লাশে টিচারের লেকর্চার মনোযোগ সহকারে শুনতো,এবং বাসায় এসে ঠিকমত কমপিতি করতো।

img018-1024x721মোহনা মনে করে ভাল রেজাল্ট করার জন্য মা-বাবার অবদান অনেক। সে বর্তমানে এস্কিউ “ইতিসে” মেডিক্যাল সাইনন্সে ভর্তি হয়েছে।ভবিষ্যতে সে একজন ডাক্তার হতে চায়। মোহনার স্বপ্ন একদিন বাস্তবায়িত হবে এমন টাই প্রত্যাশা এখানকার মানুষের।

আলম মাহবুব

এস্কিউ ভিসেন্সা ইতালী

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *