উত্তর ইতালীর ভিসেন্সার এস্কিউতে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভুত মারিয়ম মোহাম্মদ মোহনা, সে স্থানীয় আরনালদো ফুছিনাতো স্কুল হতে শিক্ষা বর্ষ ২০১১/২০১২তেরছা মেডিয়া অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের সমাপনী পরীক্ষায় অসামান্য কৃতীত্বের স্বাক্ষার রেখেছে।
তিনি মনে করেন সন্তানদের মানুষ করার জন্য পিতামাতার দ্বায়িত্য ও কর্তব্য অনেক,সৎ কাজের আদেশ অসৎকাজের নিষেধ এবং খেলার সময় খেলা, পড়ার সময় পড়া এভাবেই সন্তানদের প্রতি খেয়াল রাখা প্রবাসী প্রতিটি মা-বাবার কর্তব্য।তিনি তার সন্তান সহ প্রবাসী প্রত্যেক সন্তানের জন্য দোয়া প্রার্থী। তিন ভাই-বোনের মধ্যে মোহনা সবার বড়, সে আমাদের কে জানয় ভাল রেজাল্ট করার জন্য ক্লাশে টিচারের লেকর্চার মনোযোগ সহকারে শুনতো,এবং বাসায় এসে ঠিকমত কমপিতি করতো।
আলম মাহবুব
এস্কিউ ভিসেন্সা ইতালী
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]