আশুলিয়া বেবুনিয়া গার্মেন্টসএর আগুনে নাশকতা ব্রেকিং নিউজের স্ক্রলে বলা হয়েছে, মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে পোশাক শ্রমিক সুমী এই আগুন লাগিয়েছে। কথিত পোশাক শ্রমিক সুমী সুমী প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের নিকট জবানবন্দী দিয়েছে বলেও সময় টিভি জানায়। নগর পরিকল্পনা বিশেষজ্ঞরা এবং অন্যান্য সকলে যখন ঘটনাটিকে পরিকল্পনা ও সেফটি ব্যবস্থার ত্রুটিজনিত দুর্ঘটনা বলে মনে করছেন, তখন বিজেএমইএ এটাকে স্রেফ দুর্ঘটনা বলছে এবং বিজেএমইএ সভাপতি অগ্নিকান্ডের ঘটনাটির নাশকতা বলে ঘোষণা করেছেন। সি সি ক্যামেরা ধারন কৃত Video-টি আপনাদের সাথে শেয়ার করলাম ।বিস্তারিত নিচের ভিডিওটি দেখুন।
[youtube 9pJJqtSD7zw?modestbranding=1&rel=0 nolink]
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]