প্রিয় আমিওপারির সম্মানিত পাঠক বৃন্দ আশাকরি মহান সৃষ্টি কর্তার অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। বন্ধুরা বরাবরের মতো আজকেও আমরা আপনাদের অনেক অনেক চরম এবং অনেক ভালোলাগার মতো একটি পোস্ট নিয়ে হাজির হয়েছে। আর হ্যাঁ উপরে আপনারা আমাদের লিখার টাইটেল দেখেই হয়তো বুঝতে পেড়েছেন যে আজকে আমরা আলোচনা করবো যে আপ্রা ২০১৮ সালের জুন মাস থেকে তথা এই পোস্টটি প্রকাশ করার পর থেকে কিভাবে সম্পূর্ণ ফ্রীতে ইউরোপে অবৈধ থেকে বৈধ হতে পারেন বা কোথায় গিয়ে কিভাবে কি করবেন? ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
* আপনি কি ইতালিতে অবৈধ?
* আপনি বা আপনারা ইতিমধ্যে ইতালিতে আশ্রয় প্রার্থী?
* আপনার কমিশনের ফলাফল কি নেগেতিভ এবং আপনার আশ্রয়ের আবেদন কি প্রত্যাখ্যান করে দিয়েছে?
* আপনার পরিবারের কোনো সদস্য কি ইউরোপিয়ান দেশে থাকে? এবং আপনি কি তাদের সাথে মিলিত হতে চাচ্ছেন?
বন্ধুরা আপনি যদি উপরের প্রশ্ন গুলোর মধ্যের একজন হয়ে থাকেন, তাহলে আমাদের আজকের পোস্ট শুধুমাত্র আপনার জন্য। তাই খুব ভালো করে মনোযোগ দিয়ে লিখাটা শেষ পর্যন্ত পড়ুন।
ইতালিতে এই প্রথম EASO এর অফিস ও শাঁখা খোলা হয়েছে শুধুমাত্র উপরের মার্ক করা সমস্যার মানুষদের জন্য।
বন্ধুরা আসুন এবার সংক্ষেপে জেনে নিই আই EASO টা আবার কি?
আসলে EASO এর পরিপূর্ণ রূপ হচ্ছে EUROPEAN ASYLUM SUPPORT OFFICE (ইওরোপীয় আশ্রয় সহায়তা অফিস) মানে আমরা যারা ইউরোপে অবৈধ ভাবে প্রবেশ করে ইউরোপের কোন একটি দেশে যখনঃ protezione internazionale/international protection (আন্তর্জাতিক সুরক্ষা) এই আইনের মাধ্যমে political asylum (রাজনৈতিক আশ্রয়) বা অন্য যেকোনো কারন দেখিয়ে আশ্রয় চেয়ে থাকি। এই EASO হচ্ছে সেইসব আশ্রয় কেন্দ্রে গুলোর প্রধান কার্যালয়।
ধরুন আমরা হয়তো অনেকেই আছি যারা ইউরোপের পোল্যান্ডে অবৈধ ভাবে প্রবেশ করার পর ফ্রান্সে গিয়ে আশ্রয় চাই বা ফ্রান্সে অবৈধ ভাবে প্রবেশ করে ইতালিতে এসে আশ্রয় চাই। আর আমাদের এই আশ্রয় চাওয়ার বিষয় গুলো শুধু মাত্র সেই সকল একটি একটি দেশ গুলো সম্পাদন করে থাকে। আর আপনারা যদি EASO এর মাধ্যমে আবেদন করেন তাহলে আপনার এই কেস সমগ্র ইউরোপ জুড়ে ওরা যাচাই বাঁচাই করে আপনাকে কিভাবে সাহায্য করা যায় সেই বিষয়ে সর্বদা চেষ্টা করবে।
আর সম্প্রতি ইতালিতে এই EASO এর অফিস খোলা হয়েছে। EASO তে সকল দেশের অবৈধ অভিবাসীদের সেবা দেওয়া হয়, এবং ওদের অফিসে প্রায় সকল দেশের ভাষার ট্রান্সলেটর রয়েছে যাতে করে আপনি ওদের কাছে আপনার সমস্যা নিয়ে যোগাযোগ করলে বা কল করলে ওরা আপনার নিজের ভাষায় আপনার সাথে কথা বলবে এবং আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবে।
EASO তে আপনারা যারা নতুন আশ্রয় চাচ্ছেন বা চাইবেন তারা যোগাযোগ করতে পারেন, আবার যারা ইতিমধ্যে আবেদন করে আশ্রয় প্রার্থী তারাও যোগাযোগ করতে পারেন, যারা আবেদন করে আপনাদের আবেদন প্রত্যাখ্যান হয়েছে তারাও যোগাযোগ করতে পারেন। আবার যাদের ইউরোপে বৈধ কোন আত্মীয়স্বজন রয়েছে তারা চাইলে এই EASO এর মাধ্যমে তাদের সাথে দেখা করতে যেতে পাড়বেন, এমনকি ইউরোপে আপনার সেই সব বৈধ আত্মীয়স্বজন বা পরীবারস্বজন দ্বারা এই সংস্থাটি চেষ্টা করে যাতে করে ওদের দ্বারা আপনাকে বৈধতা পাইয়ে দেওয়া যায়।
তাহলে বন্ধুরা আর দেরি না করে এক্ষনি নিন্মে দেওয়া EASO এর নাম্বারে যোগাযোগ করুন। আর এই লিখাতি যত বেশি পারেন আপনাদের ফেসবুকে শেয়ার করার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন।
EASO গ্রিনলাইন ইতালি:-
ফোন:- 800 126 389
– WhatsApp এবং Viber: +39 340 6767 895
– Email এবং Skype: greenline.it@easo.europa.eu
ওদের অফিসের সাথে যোগাযোগের সময় : সোম থেকে শুক্রবার সকাল ৯;০০ টা থেকে বিকাল ৫.৩০ পর্যন্ত।
উল্লেখ্য আমিওপারিতে পূর্বে প্রকাশিত ইউরোপ ও ইতালি নিয়ে অনেক প্রয়োজনীয় কিছু লেখার লিঙ্ক এখানে তুলে ধরা হল যা আপনাদের কাজে আসতে পারে।
* পর্তুগালের অবৈধ প্রবাসীদের জন্য সুখবর।।২০১৮ জুন মাসের নতুন আইন।বিস্তারিত এখানে ক্লিল করে জেনে নিন।
* কিভাবে সহজে ইউরোপের সেঙ্গেন ভিসা করবেন? বিস্তারিত এখানে ক্লিক করে জেনে নিন।
* ইতালির ট্যুরিস্ট ভিসার আবেদন অনলাইনে (২০১৮ থেকে) বেড়ে গেলো ভিসা পাওয়ার সম্ভাবনা।বিস্তারিত এখানে ক্লিক করে জেনে নিন।
* পোল্যান্ডে, পর্তুগালে, মাল্টায় ১০০% গ্যারান্টি সহকারে জব ভিসা ।। সেলারি ১২০০/১৪০০ ইউরো !! বিস্তারিত এখানে ক্লিক করে জেনে নিন।
* ২০১৮ নতুন নিয়মে দেশে ইতালি ফ্যামিলি ভিসার আবেদন প্রক্রিয়ার বিষয় গুলো জেনে নিন। এখানে ক্লিক করে।
* যেভাবে সনাক্ত করবেন জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এখানে ক্লিক করে জেনে নিন।
*ইউরোপ থেকে ৯৩ হাজার অবৈধ দেশে পাঠানোর বিষয় টি সত্য না মিথ্যা? জেনে নিন বিস্তারিত। এখানে ক্লিক করে।
*ইতালি ও ইউরোপে অবৈধ অভিবাসীরা চাইলে ইতালিতে বৈধ হতে পারেন?কিন্তু কিভাবে বিস্তারিত পড়ুন!! এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।
* সেঞ্জেন ভুক্ত ইউরোপের যেকোনো দেশের পাসপোর্ট,রেসিডেন্স কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ডকুমেন্টস গুলো চিনে রাখুন। আজকের বিষয় Austria এখানে ক্লিক করুন।
*ঢাকাস্থ ইতালি দূতাবাসের হয়রানী থেকে বাঁচতে প্রবাসীরা দেশে গিয়ে কি কি করতে পারেন?সবাই পুড়ুন নিজে বাঁচুন অন্যকে বাঁচান। এখানে ক্লিক করে পড়ুন।
* ইতালিতে কিভাবে দ্রুত ট্যুরিস্ট ভিসার মাধ্যমে পরিবার নিয়ে আসবেন? কি কি লাগবে? এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।
* ইতালির ট্যুরিস্ট ভিসা পাওয়ার কিছু চমৎকার তথ্য,কেন আমি ভিসা পাইনা? তার সমাধান? এখানে ক্লিক করে জেনে নিন।
* কিভাবে ইতালির টুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন? কি কি লাগবে ইত্যাদি বিষয় জানতে এখানে ক্লিক করে জেনে নিতে পারেন।
*ইতালিতে ট্যুরিস্ট ভিসায় এসে ফেরত না গেলে কি হবে?পুলিশ ধরলে কি হবে?ট্যুরিস্ট ভিসা নিয়ে যত প্রশ্ন ও তার উত্তর। এখানে ক্লিক করে জেনে নিন।
* ডয়েচ ব্যাংকে ব্লক একাউন্ট খোলা, ডকুমেন্ট পাঠানোর নিয়মাবলী এবং এম্ব্যাসির সহযোগীতা। আপডেটঃ ২৭ আগস্ট, ২০১৬ (লিখাতি পড়তে এখানে ক্লিক করুন)
*ইতালিয়ান কাগজ ধারীরা কিভাবে ইংল্যান্ডের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন? কি কি কাগজ পত্র লাগবে? জেনে নিন বিস্তারিত।
* ইতালিয়ান পাসপোর্ট দ্রুত পাবো কিভাবে?ও ইতালিয়ান নাগরিকত্ব পেতে সে সংক্রান্ত কিছু বিষয় না জানলেই নয়। এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারেন।
*ইতালিয়ান পাসপোর্টের আবেদন করবো? কোন বিষয় গুলো অবশ্যই উল্লেখ করতে হবে? এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।
*ইউরোপের বা ইতালির পাসপোর্ট নেওয়ার সময় দ্বৈত নাগরিকত্ব রাখার সুবিধা অসুবিধা গুলো জেনে রাখুন? বিস্তারিত এখানে।
*হাজারো অবৈধ ইমিগ্রান্টদের জন্য পর্তুগালের দরজা বন্ধ।Immigration News Update about Portugal এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।
*ইতালিস্থ রোমের বাংলাদেশ দূতাবাসের জরুরী বিজ্ঞপ্তি, অনলাইন এপয়েন্টমেন্ট ব্যতীত কোন প্রকার কাজ সম্পাদন করা হবে না? বিস্তারিত এখানে।
*ইতালিতে রোড এক্সিডেন্ট হলে কিভাবে ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণ পাবো? জেনে নিন বিস্তারিত।এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন
*ইতালিতে নির্যাতিত নারীরা কিভাবে তাদের অধিকার,হক আদায় করবেন?কোথায় যাবেন?কি করবেন? পার্ট – ১ এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।
* বন্ধ হল ইতালির স্টুডেন্ট ভিসায় আসার পথ। এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারেন।
* ইউরোপে প্রবেশ নিষেধাজ্ঞা অথবা এণ্ট্রি ব্যান কি? কি কি কারনে আপনাকে ব্যান করতে পারে? এখানে ক্লিক করে জেনে নিতে পারেন।
আমাদের সাথে যোগাযোগের বিস্তারিতঃ স্ক্যাইপ- amiopari টেলঃ +৩৯ ০৬২৪৪০৫২১৭ মোবাইল +৩৯ ৩৩৮১৪০৮৯১৭ (Whatsapp) মোবাইলঃ +৩৯ ৩২০০৪১২৫৪০ (WhatsApp)
ইমেইলঃ info@amiopari.com
ঠিকানাঃ Via Delle Albizzie-27, 00172 Rome (Centocelle), Italy.
আর যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।