• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

যারা উচ্চ শিক্ষায় মালয়শিয়া যেতে চান? শুধু তাদের জন্য!!

ByLesar

Sep 18, 2015

ওয়ান স্টপ সলুশন ফর স্টাডি ইন মালয়শিয়া। আপনাদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমিওপারির টিম মালয়শিয়ার বিভিন্ন মানের বিশ্ববিদ্যালয় এবং কলেজ এর সাথে সুসম্পর্ক বজায় রেখেছে। এ সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ গুলোতে স্টুডেন্টরা খুব কম খরচের মাধ্যমে সার্টিফিকেট কোর্স থেকে শুরু করে ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি এবং অন্যান্য প্রোগ্রামে ভর্তি হতে পারবেন।
আমিওপারি টিম বরাবরের মতো অন্যান্য দেশের মতো মালয়শিয়া গমনে ইচ্ছুক স্টুডেন্টদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকেঃ

  •  মেডিকেল
  •  ই এম জি এস ফিস
  •  টিউশন ফিস
  •  এয়ার টিকেট
  •  ভিসা সাপোর্ট
  •  এয়ারপোর্ট পিকআপ
  •  ইনসিওরেন্স
  •  আইডি কার্ড
  •  ব্যাংক অ্যাকাউন্ট ওপেন।

আমিওপারির মাধ্যমে আপনারা ভর্তি শুরু থেকে মালয়শিয়াতে যাওয়া এবং সেখানে প্রাথমিক ভাবে সম্পূর্ণ রুপে প্রস্তুত করা এবং সকল ব্যাপারে সহযোগিতা করা সহ বিভিন্ন বিষয়ে সকল ধরনের সাহায্য ও সহযোগিতা পাবেন। এমনকি দ্বিতীয় বছরে ভিসা এক্সটেনশন করার ব্যাপারে সহযোগিতা এবং প্রয়োজন অনুযায়ী পার্ট টাইম চাকুরির জন্য সহযোগিতা করা সহ নানা বিষয়ে সকল ধরনের সাহায্য পেতে পাড়বেন।
যারা উচ্চশিক্ষায় মালয়শিয়া যেতে ইচ্ছুক তাদের কে অনতিবিলম্বে আমাদের টিম এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আমাদের সাথে যোগাযোগের বিস্তারিতঃ স্ক্যাইপ- amiopari টেলঃ +৩৯ ০৬২৪৪০৫২১৭ মোবাইল +৩৯ ৩৩৮১৪০৮৯১৭ (WIND)মোবাইলঃ +৩৯ ৩২০০৪১২৫৪০ (WIND)  মোবাইলঃ +৩৯ ৩৪২৭৯৭৩২৮০ (WIND) ইমেইলঃ  info@amiopari.com

ঠিকানাঃ Via Delle Albizzie-27, 00172 Rome (Centocelle), Italy.

কিভাবে আমাদের অফিসে আসবেন? কতো নাম্বার বাস/ট্রাম/মেট্রো ধরে? ইত্যাদি জেনে নিতে পারেন এখানে ক্লিক করে?

আর যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version