• Tue. Dec ৩, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালিতে ডিজিটাল পাসপোর্ট ও বিভিন্ন সার্টিফিকেটের ফিস বাড়ানো হচ্ছে আগামীকাল তথা ২০ আগস্ট ২০১৫ থেকে।

ByLesar

Aug 19, 2015

ইতালি প্রবাসী সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইউরো- ডলার বিনিময় হারে তারতম্যের কারনে দূতাবাস কর্তৃক প্রদত্ত বিভিন্ন কনসুলার সেবার ফি সরকার পুনঃনির্ধারণ করেছে। নতুন ফিসমুহ আগামী ২০ আগস্ট ২০১৫ তথা আগামীকাল থেকে প্রযোজ্য হবে। উপরের চিত্রে নির্ধারিত ফিসসমূহের তালিকা দেওয়া হয়েছে।

উল্লেখ্য কিভাবে নতুন নিয়মে ডিজিটাল পাসপোর্ট এর এপয়েন্টমেন্ট নিবেন অথবা অনলাইনে কিভাবে জন্ম নিবন্ধন করবেন? ইত্যাদি বিষয়ে জানতে আমিওপারিতে পূর্বে প্রকাশিত লেখা এখানে ক্লিক করে জেনে নিতে পারেন।

আর যদি আপনাদের মধ্যে কারো কোন সমস্যা থাকে বা এপয়েন্টমেন্ট নিতে পারছেন না? বা দ্রুত এপয়েন্টমেন্ট নিতে অথবা এই বিষয়ে যেকোনো সাহায্যে আপনারা সরাসরি আমিওপারির অফিসে এসে যোগাযোগ করতে পারেন। তাহলে আমাদের টিম আপনাকে এই বিষয়ে সকল ধরনের সাহায্য করবে।

আমাদের সাথে যোগাযোগের বিস্তারিতঃ স্ক্যাইপ- amiopari টেলঃ +৩৯ ০৬২৪৪০৫২১৭ মোবাইল +৩৯ ৩৩৮১৪০৮৯১৭ (WIND)মোবাইলঃ +৩৯ ৩২০০৪১২৫৪০ (WIND)  মোবাইলঃ +৩৯ ৩৪২৭৯৭৩২৮০ (WIND) ইমেইলঃ  info@amiopari.com

ঠিকানাঃ Via Delle Albizzie-27, 00172 Rome (Centocelle), Italy.

কিভাবে আমাদের অফিসে আসবেন? কতো নাম্বার বাস/ট্রাম/মেট্রো ধরে? ইত্যাদি জেনে নিতে পারেন এখানে ক্লিক করে?

আর যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।

আর হ্যাঁ কিভাবে ৫ বছর পূর্ণ হওয়ার পর আপনার ডিজিটাল পাসপোর্ট নবায়ন করাবেন? সেই বিষয়ে জানতে এখানে ক্লিক করুন।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *