• Mon. Nov ১১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালী প্রবাসীদের দৃষ্টি আকর্ষন! মিলান কনসুলেট থেকে ডিজিটাল পাসপোর্ট সংক্রান্ত জরুরী তথ্য-

Byমো: রাসেল

Sep 10, 2014

ইতালীর মিলান কনসুলেট থেকে ডিজিটাল পাসপোর্ট সংক্রান্ত জরুরী তথ্য-

ডিজিটাল পাসপোর্ট এর ফিঙ্গার প্রিন্ট ও ছবি তোলার দিন যদি জন্ম নিবন্ধন সনদ/জাতীয় পরিচয় পত্রের (১৭ ডিজিট) ফটোকপি না থাকে তাহলে ওই দিনের অ্যাপয়েনমেন্ট বাতিল করা হবে। আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডিজিটাল পাসপোর্টের অ্যাপয়েনমেন্ট এর জন্য প্রচুর ই-মেইল পাওয়ায় ৩০-৪৫ কর্ম দিবসের মধ্যে আপনাদের ফিঙ্গার প্রিন্ট ও ছবি তােলার তারিখ জানানো হবে।

অনেক সময় দেখা যায় অত্র কনস‌্যুলেট থেকে ফিঙ্গার প্রিন্ট ও ছবি তোলার তারিখ জানিয়ে ই-মেইল পাঠানো হলেও অনেকেই বলেন তারা ই-মেইল পান না, তাই আপনি যে ই-মেইল থেকে আমাদের ই-মেইল করেছিলেন তার স্প্যাম অপশন দেখার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
আমাদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।

ইতালীস্থ মিলান কনসূলেট
ফোন +৩৯০২৮৭০৬৮৫৮০, +৩৯০২৮৭০৬৮৫৮৫
ফ্যাক্স: +৩৯০২৪৮৯৫০০৩৫

যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন।তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।