দুর্ভাগ্যজনকভাবে ১৩ই ফেব্রুয়ারীর উক্ত ভুয়া বিয়ের অনুষ্ঠানে পাকিস্তানি বর এবং হাঙ্গেরির কনে সহ বিয়ের মধ্যস্থতাকারীকে উক্ত বিয়েটি সাজানো বলে প্রমাণিত হওয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে বৃটেনের একটি আদালত ৩ জনকে ১৭ ও ২০ মাস মেয়াদে কারাদণ্ড দিয়েছে হাল ক্রাউন কোর্ট। ব্রিটিশ পত্রিকা দ্যা টেলিগ্রাফের সূত্র অনুযায়ী শুধুমাত্র ২০১৪ সালে অর্থাৎ গেল বছর ভূঁয়া বিয়ে নিয়ে প্রায় ২৪০০টি মামলা ব্রিটিশ পুলিশ অনুসন্ধান করে।
উল্লেখ্য, ব্রিটিশ হোম অফিসের ২০১২ সালের তথ্য অনুযায়ী ভূঁয়া বিয়ে আয়োজনের শীর্ষ ৪টি দেশ যথাক্রমে পাকিস্তান, নাইজেরিয়া, ভারত এবং বাংলাদেশ।