• Sun. Nov ২৪, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

প্রবাসীদের আইনি সহায়তা দিতে চালু হচ্ছে হটলাইন সার্ভিস

ByLesar

Oct 22, 2014

প্রবাসী বাংলাদেশীদের আইনি সহায়তা দিতে হটলাইন সার্ভিস চালু হচ্ছে। প্রবাসীরা টেলিফোন করে এ সহায়তা নিতে পারবেন। রাজধানীর দৈনিক বাংলা মোড়ে অবস্থিত শ্রম ভবনের শ্রমিক আইন সহায়তা সেলে এ হটলাইন সার্ভিস চালু করা হচ্ছে। আগামীকাল (২৩ অক্টোবর) আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এ সার্ভিসের উদ্বোধন করবেন। আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।  এই হটলাইন সাভির্সের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের ও দেশে বিদেশে অবস্থানরত তাদের পরিবারের সদস্যদের আইনগত অধিকার রক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।  সূত্র জানিয়েছে, জাতীয় আইনগত সহায়তা সংস্থা প্রবাসীদের আইনগত সহায়তা ইউনিটের মাধ্যমে হটলাইন সার্ভিসের কার্যক্রম পরিচালনা করবে। এই ইউনিট একজন দক্ষ ও অভিজ্ঞ আইনজীবীর দ্বারা পরিচালিত হবে। এছাড়া শ্রম ভবনের শ্রমিক আইন সহায়তা সেলে হটলাইনটির সুষ্ঠু পরিচালনার জন্য একজন কর্মকর্তা ও সদস্য নিয়োগে দেবে জাতীয় আইনগত সহায়তা সংস্থা।  টেলিফেনে প্রবাসীদের আইনি পরামর্শ দেয়া হবে। তাদের কাউন্সিলিং সহায়তা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে সহায়তার জন্য জেলা লিগ্যাল এইড কমিটির কাছে পাঠানো হবে। এ সার্ভিস বিদেশে বাংলাদেশী  সংগঠনের সাথে যোগাযোগ রক্ষা করবে।  জানা গেছে, প্রবাসী বাংলাদেশীর সংখ্যা প্রায় ৮০ লাখ। তাদের প্রায় ৯০ শতাংশ মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মরত। এসব কর্মীর বেশির ভাগই নিরক্ষর, অদক্ষ বা স্বল্প দক্ষ। তারা বিদেশের মাটিতে শারীরিক, মানসিক, যৌন নির্যাতন, কাজের মজুরি না পাওয়াসহ নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। এ ছাড়া প্রবাসীদের দেশে অবস্থানরত পরিবারপরিজনও বিভিন্ন সমস্যায় পড়েন। প্রবাসীদের এসব সমস্যা নিরসনের জন্য সরকার আইনগত সহায়তার উদ্যোগ নিয়েছে। সুত্রঃ নয়া দিগন্ত

যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন।তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version