• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

গতকাল চীনের সাথে ৮ বিলিয়ন ইউরোর বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত করেন ইতালির প্রধানমন্ত্রী।

ByLesar

Oct 15, 2014

ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেন্সি গতকাল চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর সাথে ইতালি ও চীনের দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্কের আরও উন্নতির লক্ষে ৮ বিলিয়ন ইউরোর বাণিজ্যিক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চীন এবং ইতালির মধ্যে কৌশলগত অংশীদারিত্বের দশম বার্ষিকী উপলক্ষে তারা এই চুক্তি করেন। দুই দেশের মধ্যে  অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে, ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেন্সি বলেন” ইউরোপ ইউনিয়নের বাইরে চীন আমাদের জন্য দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং অ্যামেরিকার পরের অবস্থান চীনের।২০১৩ সালে চীনের সাথে ইতালির বিনিময় হয়েছে ৩২.৯ বিলিয়ন ইউরো এবং ২০১৪ সালের প্রথম ছয় মাসেই রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ৮,৩% এবং এখনো আরও অনেক কিছু করার রয়েছে দুই দেশের মধ্যে।যা আমরা অবশ্যই সম্পূর্ণ করবো।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *