যুবরাজ শাহাদাতঃ নতুন আইনে যারা ডেনমার্কে গ্রীন কার্ড হোল্ডার হবেন তাদের সকলের জন্য ডেনিশ পার্লামেন্ট নতুন আইন করতে জাচ্ছে । এই আইনে গ্রীন কার্ড নিয়ে ঠিকিয়ে রাখা অনেকটা মুশকিল হয়ে যাবে বলে অনেকের ধারনা । ইতিমধ্যে ডেনিশ গ্রীন কার্ড অ্যাসোসিয়েশান এর প্রতিবাদ করেছে । প্রস্তাবিত আইনে যেকোনো গ্রীন কার্ড হোল্ডারকে বছরে ৩১৫,০০০ ডেনিশ ক্রনা ইনকাম দেখাতে হবে অর্থাৎ মাসে প্রায় ২৭০০০ ডেনিশ ক্রনা বা 3500 ইউরো ইনকাম দেখাতে হবে । এটা সবার কম বেশি জানা যে ডেনমার্কে বর্তমানে যারা গ্রীন কার্ড স্ক্রিম এর আন্ডারে আছেন তাদের বেশিরভাগ ই ওড জব করে যাচ্ছেন যদিও দক্ষ শ্রমিক হিসাবে তাদের কে ভিসা দেয়া হয়েছে । সো নতুন এই আইনে যে কারো পক্ষে মাসে ২৭০০০ ডেনিশ ক্রনা ইনকাম করা কঠিন হয়ে পড়বে । বর্তমানে প্রায় ডেনমার্কে ৮০০০ বিদেশি এই ডেনিশ গ্রীন কার্ড স্ক্রিম এর আন্ডারে আছেন। ২য় বছর থেকে হয়ত এই পরিমান ইনকাম না দেখাতে পারলে ভিসার মেয়াদ না বাড়িয়ে দেশ ছাড়া নির্দেশ দিবে এমন আশংকায় ভুগছেন অনেকে । তাই যারা ডেনিশ গ্রীন কার্ড পেতে ইচ্ছুক তাদেরকে এই বিষয়ে ভাল করে জেনে নেয়ার আহবান করছি । গ্রীন কার্ড নেয়া তো ব্যাপার না কিন্তু সেটা ঠিকিয়ে রাখাই মুখ্য বিষয়ে পরিনত হয়েছে । কথায় আছে না -স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।
যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন।তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।
Thank you bro for your kind information for them who wants to go abroad.
To whom it may concern
My name is Firoz Shikder and i m living in italy from 2007.I have carta di soggiorno in here.I would like to know that if i want go and sattle down in Norway that what i have to do.I mean that i want to know about living in Norway and the law of Norway about staying there leagly and doing job.Does there are any kind of opportunity for me???I m eagerly waiting to hearing from you.
Thank you
স্পেইন সম্পর্কে জানতে চাই দয়া করে জানাবেন কি