এই যুগের ছেলে পেলেরা সারাদিন ফেইসবুকে থাকে। বাসায় ল্যাপটপ ছেড়ে বাইরে বের হবার আগে প্রথমেই মোবাইল ফোনে লগ ইন করে নেয়। ইন্টারনেট আর তথ্যে এরা ডুবে আছে সবসময়। এরা কি আমাদের সেই সময়কার যুদ্ধ উপলব্ধি করতে পারবে? তবে এর পরেও বিভিন্ন ভাবে গত দুই বছরে খুব টের পেয়েছি, এত তথ্যের ভিড়েও প্রয়োজনীয় এবং নির্ভুল তথ্যের বড় অভাব। আবার যাদের কাছে সঠিক তথ্য আছে, তাদের সময় কোথায় অন্যদের সামান্য উপকারটুকু করার! তাঁরা ব্যস্ত নিজের গছর গোছাতে।
আমিওপারি তার ব্যতিক্রম।
আমিওপারির এই প্লাটফর্মের মাধ্যমে আমরা একটা সামান্য উদাহরণ তৈরি করছি। আমাদের উদ্দেশ্য দেশের জন্য কিছু একটা করা, দেশ মানে আমাদের কাছে সবার প্রথমে দেশের মানুষ। আমরা বিশ্বাস করি জার্মানিতে উচ্চশিক্ষা, চাকরি, পিএইচডি ইত্যাদি সকল ক্ষেত্রে আমরাই বাংলাদেশের ছাত্র ছাত্রীদের জন্য সঠিকতর পথপ্রদর্শক। আমাদের হেঁটে আসা পথের ভুলত্রুটি যেন নতুন প্রজন্মের পথ চলার অন্তরায় না হয়, সেই লক্ষ্যে আমাদের উদ্দেশ্য। অনেক তথ্যের মাঝে সঠিক ইনফরমেশনটি আমরা খুঁজে দেব তোমাদেরকে। জার্মানিতে শুধু একটা ভিসা নিয়ে আসা নয়, এখানে যেন তোমরা প্রত্যেকে নিজেকে সফল করে প্রতিষ্ঠিত করতে পার, তার জন্য প্রতিটি পদে পদে থাকবে আমাদের গাইডলাইন। সফল হবার ফর্মুলা আমাদের জানা আছে, আমাদেরকে বিশ্বাস করে সেই পথে যদি তোমরা চলতে পার, তবে সাফল্য তোমাদের হাতে ধরা দেবেই।
আমাকে সেইদিন কে যেন বলছিল, ভাইয়া আপনি সবাইকে লেখার মধ্যে তুমি করে লিখেন, এটা কি ঠিক শোনায়! জার্মান ভাষায় আপনি আর তুমি দুইটা ফর্ম আছে। বাংলার আপনি আর তুমির সাথে সেখানে একটু পার্থক্য আছে। আমাদের ভাষায় “আপনি” সন্মানসুচক একটি অভিব্যক্তি। কেউ বয়েসে (কিংবা পদমর্যাদায়) বড় হলে এখানে তাঁকে আপনি করে না বললে তুলকালাম হয়ে যাবে। জার্মান ভাষায় “আপনি” (“Sie“) যেমন সম্মানের বিষয়, তেমনি সম্পর্কের মাঝে একটা ফর্মাল দূরত্ব তৈরি করে। এখানে তুমি („Du“) করে বলা মানে কাউকে খুব আপন করে নেয়া, সহজ একটা সম্পর্ক তৈরি করা। আমি যখন তোমাদের জন্য লিখছি, তখন তুমি বলে সম্বোধন করি। কেননা বাংলাদেশী হিসেবে তোমরা আমার খুব কাছের মানুষ।
এই সিরিজে থাকবে জার্মানিতে আসার আগের প্রস্তুতি থেকে শুরু করে এখানে আসার পর জীবনযাত্রায় আবশ্যক প্রতিটি পদের ব্যাখ্যা। আমাদের ওয়েব সাইট এবং গ্রুপে দেওয়া আছে প্রায় প্রতিটি খুঁটিনাটি ইনফরমেশন, যদিও এই সবকিছু একদিনে প্ল্যান করে করা হয়নি। এই কারণে অনেক তথ্যই একাধিকবার আছে, অনেক তথ্য সাজানো হয়নি সময়ানুক্রমে। চেষ্টা থাকবে এই সিরিজের আওতায় সবকিছুকে ঢেলে সাজানোর জন্য, যেন এই একটি সিরিজের থেকেই প্রয়োজনীয় সব ধাপ খুঁজে নেয়া যায়।
জার্মানিতে আসা নিয়ে এমন কাজ এর আগে হয়েছে এমন জানা নেই। কোন সন্দেহ নেই যে, খুব সহজ হবে না এই মহাযজ্ঞ শেষ করা। তবে ভরসা আছে এই ভেবে যে, আমরা যখন দুই বছর আগে আমিওপারি শুরু করেছিলাম, তার আগ পর্যন্ত বাংলাদেশের ছাত্র ছাত্রীদেরকে এই দেশে পথ প্রদর্শন করার কথা কেউ ভাবেনি। এবং আমরা সেটাতে এখনো পর্যন্ত সফল। কাউকে না কাউকে শুরু করতেই হয়, আপাতত না হয় আমরাই এই গুরু দায়িত্ব কাঁধে তুলে নিলাম। আমাদের লক্ষ্য যাতে করে তোমরা সবাই এক সময় আমাদের মাধ্যমে পরিপূর্ণ তথ্য পেয়ে নিজের ও দেশের জন্য ভালো কিছু করতে পারো। পরবর্তী পর্বে থাকবে বিস্তারিত তথ্য। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো আমাদের পরিবারের একজন সদস্য হয়ে।
এই লেখার পরবর্তী পর্বে যেতে এখানে ক্লিক করুণ।
আর যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।
Thanks for starting such an informative writing. Hopefully most of the newcomer will be benefited.