• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

জার্মানির পথে-পর্ব ৪ উচ্চশিক্ষা ও জীবনযাত্রার খরচের নমুনাচিত্র

ByLesar

Feb 6, 2015

যারা  এই লেখার গত পর্ব পড়েননি? তারা  এখানে ক্লিক করে পড়ে নিতে পারেন।

আদনান সাদেক জার্মানঃ

টিউশন ফিঃ এই মুহূর্তে জার্মানির ১৬টি প্রদেশের মধ্যে শুধুমাত্র নিদার সাক্সেন ছাড়া আর বাকি ১৫টি স্টেটে কোন টিউশন ফি দিতে হয় না। জার্মানির বেশীরভাগ, প্রায় ৯০ শতাংশ বিশ্ববিদ্যালয় সরকারী বা প্রদেশের ফান্ডিং দিয়ে চলে, বেসরকারি ইউনিভার্সিটিতে প্রতি সেমিস্টারে ৫ থেকে ১০ হাজার ইউরো পর্যন্ত টিউশন ফি থাকতে পারে। নিদারসাক্সেন এ টিউশন ফির পরিমাণ এই মুহূর্তে প্রতি সেমিস্টারে প্রায় ৫০০ ইউরো।

মাসিক খরচঃ টিউশন ফি না থাকায়, জার্মানিতে পড়ার জন্য যা দরকার তা হল থাকা খাওয়ার খরচ। অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়নের দেশের চেয়ে জার্মানির খরচ তুলনামূলক ভাবে কম, বিশেষ করে স্ক্যান্ডিন্যাভিয়ান দেশগুলোর সাথে তুলনা করলে।

জীবনযাত্রার খরচ অবশ্যই প্রত্যেকের লাইফ স্টাইলের উপর নির্ভর করে, তারপরও এখানে একটা ধারণা দেয়া হলঃ

বাসা ভাড়াঃ

  • স্টুডেন্ট হোস্টেলে ১৮০ থেকে ৩৪০ ইউরো পর্যন্ত, নির্ভর করবে শহরের উপর।
  • বাসা শেয়ার করে থাকলে গড়ে ২০০-৩০০ ইউরো
  • নিজের ফ্লাট ৩০০+ ইউরো

হেলথ ইনস্যুরেন্সঃ প্রায় ৮০ ইউরো

খাবার খরচঃ খাবার খরচ মাসে ৭০ থেকে ১৫০ ইউরো পর্যন্ত লাগতে পারে। বাইরে হামেশা রেস্টুরেন্টে খাবার অভ্যাস থাকলে সেটা ৫০০ ইউরোতে গিয়ে ঠেকতে পারে।

কয়েকটি দ্রব্যের গড় মূল্য, দোকান ভেদে দামের নড়চড় হতে পারেঃ

  • রুটিঃ ৫০ সেন্ট থেকে ২ ইউরো
  • ১ কেজি আপেলঃ ২ ইউরো
  • ১ কেজি আলুঃ ১ ইউরো
  • ১ কেজি চালঃ ১,৫ ইউরো
  • ১ কেজি চিনিঃ ১ ইউরো
  • ১ কেজি আটাঃ ৫০ সেন্ট
  • ১০টি ডিমঃ ১ ইউরো
  • ১টি টি-শার্টঃ ৫+ ইউরো
  • ১টি জিন্স প্যান্টঃ ১০+ ইউরো
  • টুথপেস্টঃ ১ ইউরো
  • ১ কেজি শাকঃ ১-২ ইউরো
  • ১ কেজি গরুর মাংসঃ ৫-৮ ইউরো
  • ১ লিটার কোকঃ ৮০ সেন্ট

১ ইউরো প্রায় ১০৫ টাকার সমান (নভেম্বর, ২০১৩ রে এরকম ছিল) তবে বর্তমানে ১ ইউরো সমান ৮০ থেকে ৮২ টাকা পাওয়া যাচ্ছে।

সেমিস্টার ফিঃ প্রতি সেমিস্টারে ইউনিভার্সিটিকে একটা এডমিনিস্ট্রেটিভ ফি দিতে হয়, এটা সাধারণত ১৫০ ইউরো থেকে শুরু করে ২৫০ পর্যন্ত হতে পারে। এই ফির মধ্যে লোকাল বাস-ট্রাম বা ট্রেনের টিকেট কাভার করে। এই ফি-কে টিউশন ফি হিসেবে ভাবার কোন কারণ নেই।

টেলিফোন, কাপড়চোপড় ইত্যাদি অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিশের জন্য মাসে ৫০-১০০ ইউরো পর্যন্ত খরচ হতে পারে।

উপরের চার্টে দেখানো খরচের তুলনায় অভিজ্ঞতা থেকে বলা যায়, বাংলাদেশীদের মিতব্যয়ী জীবন যাপনের অভ্যাসের কারণে এই স্ট্যাটিস্টিক থেকে আমাদের দেশের ছাত্র ছাত্রীদের মাসিক খরচ একটু কম। অল্প কিছু খুব খরচ বহুল শহর ছাড়া, বেশীরভাগ ছেলে মেয়েরাই ৪০০-৫০০ ইউরোর মধ্যে মাসিক খরচ চালিয়ে নিতে পারে।

মিউনিখ, স্টুটগার্ট, ফ্রাঙ্কফুর্ট বা হামবুর্গের মতন শহরে জীবন যাত্রার খরচ বেশি হলেও এসব শহরে আবার স্টুডেন্ট জব পাবার সম্ভাবনা অন্যান্য শহরের তুলনায় একটু বেশি।

চলবে…

আর যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version