পদ্মার দু পাড়ে স্বজন হারানোর স্বজনদের শোক আর ক্ষোভ একাকার হয়ে আছে নির্মম , নির্দয় মৃত্যুদূত পিনাক ৬ লঞ্চে উঠবে কারো জানা ছিলনা । প্রায় ৩০০ যাত্রী শরীয়তপুরের কেওড়াকান্দি থেকে মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে আসা পিনাক ৬ আবহাওয়া ও পদ্মার প্রবল ঢেউয়ের ছোবলে কেড়ে নিল কারো ভাই , কারো বোন , কারো মা , কারো বাবা কারো জীবন সঙ্গী । কে জানে কার সন্তান ঘুমিয়ে ছিল তার মা কিংবা বাবার আদরের কোলে ?
প্রধান মন্ত্রী সেখ হাসিনা গভীর শোক প্রকাশ এবং নৌবাহিনী, র্যাব, কোস্ট গার্ড, ফায়ার ব্রিগেড ও বিআইডব্লিউটি-এর সংশ্লিষ্ট সকলকে কড়া নির্দেশ দিয়েছেন । কিন্ত মিলেনি তৎপরতার নির্ভর যোগ্য সুফল ।
নৌ পরিবহন মন্ত্রি সাজাহান খান বিবিসি কে বলেছেন ৩৩ টি ঝুকিপূর্ণ লঞ্চ কে চিহ্নিত করার পরও এই লঞ্চটি অতিরিক্ত যাত্রী বহন করেছে । দায় এড়ানো হউক আর সান্তনার সহায় হউক কিন্ত অত্যাধুনিক যন্ত্রাদির সাহায্যেও দুই দিন পার হয়ে গেল এখনও সন্ধান দিতে পারেনি এম এল পিনাক লঞ্চ এবং লঞ্চে হারানো যাত্রীদের । পদ্মার ঢেউয়ের সাথে যেন পাল্লা দিয়ে কাঁদছে স্বজন হারানোদের চোখের নোনা জল । উম্মুখ হয়ে তাকিয়ে আছে স্বজন হারানোর লোকজনেরা যেন হতাশার ঢেউ এখন সঙ্গী ।
যদিও নিখোঁজদের অনুসন্ধানের তথ্যকেন্দ্র অনুযায়ী নিখোঁজ যাত্রীদের মধ্যে ফরিদপুরের ২৫ জন, মাদারীপুরের ৪৯ জন, শরীয়তপুরের ২ জন , গোপালগঞ্জের ১৯, বরিশালের ৭, গাজীপুরের ২, নারায়ণগঞ্জের ৭, কুমিল্লার ৫, ঢাকার ১, ঝালকাঠির ৪, নরসিংদীর ১, নড়াইলের ১, বাগেরহাটের ২, চাঁদপুর ১, লক্ষ্মীপুরের ৩ জনসহ মোট ১২৯ জন রয়েছে । এদের মধ্যে পুরুষ ৪৬, মহিলা ৪৮ ও ৩৫ জন শিশু রয়েছে ।
সাধারন মানুষের প্রশ্ন কেন অতিরিক্ত যাত্রী বহন করল এম এল পিনাক ৬ ? কেন কনট্রোলের আওতায় না রেখে যাত্রীবাহী লঞ্চ ঘাঁট থেকে যাত্রা সুরু করতে দেওয়া হয় ? কেন লঞ্চে রাডার সংযোগ দেওয়া হয় না ? জানিনা আর কত প্রান ঝরবে সতর্ক হীনতার অভাবে ?
প্রবাসে ইতালির বোলজানো থেকে বাংলাদেশ সমিতি ও সর্বস্তরের জনগনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি পাশাপাশি কোন রাজনীতির রাজনীতিবিদদের রনাঙ্গনে নয় পুরো বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে দক্ষিনাঞ্চলের জন্য সহায় ভিক্ষা চাওয়া ছাড়া কিই বা আশা করা যায় ? তাই বাংলাদেশের জন্য প্রয়োজন,দক্ষিনাঞ্চলের সাথে যোগাযোগের বন্ধুত্বের সেতু ও ছায়া । আর এই বন্ধুত্বের সেতু হউক একটি পদ্মা সেতু । সর্বনাশী আগ্রাসী ঢেউ থেকে তবুও যদি একটু রেহাই পাই আমরা বাংলাদেশের দক্ষিনাঞ্চলের সর্বস্তরের জনগন ।
[youtube FQTQDLfBVLU?modestbranding=1&rel=0 nolink]