এই কুকুর। কেননা এখানে বয়স্ক পিতামাতার বৃদ্ধ কালের একমাত্র সম্বল এই কুকুর। তবে ইদানীং ইতালিতে বিশ্ব অর্থনৈতিক মন্দার কারনে অনেকেই কাজ থেকে বরখাস্ত হচ্ছেন, এবং আগের মতো আর্থিক সচ্ছলতা না থাকায় তারা এই কুকুর গুলোর ভরণ পোষণ করতে গিয়ে রীতি মতো হিমশিম খাচ্ছেন।
ফলে তারা নিজের পালা কুকুর গুলো নিজ নিজ এলাকা থেকে দূরে কোথায় লুকিয়ে ফেলে আসছেন। এবং ইতালির বিভিন্ন এলাকার পুলিশ থেকে জানা গেছে তারা ইদানীং অনেক গুলো কুকুর মালিক ছাড়া বিভিন্ন রাস্তা থেকে নিরাপদ আশ্রয়ে নিয়ে গিয়েছে। তবে কারন হিসেবে তারাও সেই বিশ্ব মন্দাকেই
উল্লেখ করেছেন। গতকাল কয়েকদিন আগে একটি কুকুর রোমের San Basilio sobborgo নামক এলাকায় ৬৮ বছর বয়সের এক ইতালিয়ান নাগরিক কে, আক্রমণ করে। যার ফলে ঐ বেক্তি মারাত্মক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এবং সেই সুত্র ধরে ইতালিয়ান পুলিশ সেই কুকুর টিকে গলায় রশি দিয়ে বেঁধে রাখলে সেখানেই ঘটনা স্থলে শ্বাসরোধে কুকুরটি মারা যায়। তবে এখানে পুলিশ জেনে শুনে কিছু করেনি এবং সম্পূর্ণ বিষয়টি ভাগ্যক্রমে ভিডিওতে ধরা পড়েছে। বিষয়টি সম্পূর্ণ একটি এক্সিডেন্ট ছিল।
[youtube VWCWLwoNQFk?modestbranding=1&rel=0 nolink]