• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালী প্রবাসী শিশু কিশোরদের ইসলামী শিক্ষায় আগ্রহী করে তুলছেন ফেইথ ইসলামিক সেন্টার

ByLesar

Feb 28, 2013

ইতালী প্রবাসী শিশু কিশোরদের স্থানীয় শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ইসলামী শিক্ষায় আগ্রহী করে তুলতে অবদান রেখে চলেছে ফেইথ ইসলামিক সেন্টার। বছর তিনেক আগে মাত্র ৩০ টি শিশুকে নিয়ে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা এখন প্রায় দুই শতাধিক। রবিরার ২৪ ফেব্রুয়ারী ২০১৩ মসজিদ মিলনায়তনে এই স্কুলের বার্ষিক ফলাফল এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া পুরষ্কার এবং সনদপত্র। ইতালীর প্রানকেন্দ্র রাজধানী রোমের এই ফেইথ ইসলামিক সেন্টারের ক্ষুদে শিক্ষার্থীদের ইসলামের বিভিন্ন পরিবেশনা দেখে অবাক হয়েছেন অনেকেই। তাদেরকে খেলাধুলার পাশাপাশি গড়ে তোলা হয়েছে শুদ্ধ বাংলা এবং ইংরেজী ভাষাত্ওে। কোরআন তেলোয়াত, আবৃতি, বিভিন্ন ইসলামীকে দোয়া তারা পরিবেশনা করেছে বাংলা, আরবী এবং ইংরেজী ভাষায়। বার্ষিক ফলাফল অনুষ্ঠানে এসব দেখে আগত অভিভাবকেরাও ছিলেন তাদের সন্তানদের নিয়ে গর্বিত। স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আবদুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবক নজরুল ইসলাম মাঝি, ব্যবসায়ী আলমগীর ফরাজী, জাহিদ, মোহাম্মদ নাসিম, শামীমসহ আরো অনেকে। জনাব আহাদ তার বক্তব্যে অচিরেই স্কুলের সম্প্রসারে বিভিন্ন উদ্যোগের কথা জানান। সম্পূর্ন আলাদা স্কুল হিসেবে এই স্কুলের কার্যক্রমে স্বল্প খরচে বৃটেন, আমেরিকার মতো সমমানের উন্নতমানের পড়াশুনার সুযোগ পাবে শিক্ষার্থীরা। তিনি এই উদ্যোগে সহযোগীতার জন্য সকলের প্রতি আহবান জানান। পরে অতিথিবৃন্দ মেধাবী শিশুদের মাঝে সনদ এবং পুরস্কার তুলে দেন।

বিস্তারিত নিচের ভিডিওটি দেখুনঃ

[youtube q2XeYF7wqDU?modestbranding=1&rel=0 nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version