প্রবাসে নিজস্ব কৃষ্টি কালচারকে ভুলে না গিয়ে বিদেশিদের মাঝেও তুলে ধরার এক আন্তরিক প্রচেষ্টা। প্রথমেই বাংলাদেশ সমিতির বাংলা স্কুলের সোনা মনিরা ফ্যাশন শো তে অংশ গ্রহন করে । সাড়ী ,লুঙ্গিতে আর কপালের লাল সবুজ যেন যেন শোল আনাই বাঙ্গালিয়ানা।
দর্শক ছিল গ্যালারী ভরপুর । প্রবাসে দেশি ও বিদেশিদের মাঝে ফ্যাশন শো, নাচে গানে আমাদের দেশের ভাব মূর্তি যেন এক অলংকার । দেশের বাহিরেও বিদেশের মাটিতে তাদের সংস্কারের সাথে নিজেদের সংস্কার যেন ভুলে না যাই তার ঐ প্রমান নুতন প্রজন্ম আর হত ভাগ্য খেটে খাওয়া মেহনতি প্রবাসীদের প্রচেষ্টা আর দেশ প্রেমের ফসল।তারই ধারাবাহিকতা এনে দিল প্রবাসে ইতালির বোলজানো প্রভিন্সের বাংলাদেশীরা।