মাত্র ৪ টি কোন আইসক্রিম এর দাম দিতে গুনতে হলো ৬৪ ইউরো,যেখানে একটি কোন আইসক্রিমের দাম ২ ইউরো করে।ইতালিতে ঘুরতে আসা ইংল্যান্ড এর একটি পরিবারকে। তারা ইতালির এ অবস্থা দেখে শুধু স্তব্দ হয়ে রইল,কিছুই বলার ছিলোনা তাদের। আইসক্রিম টির দোকান তেমন মহামারী কোন জায়গাতেও নয় এটি হলো ইতালির রোমের Piazza di Spagnia এলাকার একটি দোকান এবং দোকানটি Via della Vite তে অবস্থিত। টুরিস্ট গুলো এতে খুব মর্মাহত এবং শেষ পর্যন্ত তারা ইতালিয়ান খবরের কাগজ Corriere della Sera তে তাদের মনের ভাব তুলে ধরে বলে, আমারা পৃথিবীর অনেক দেশ ভ্রমন করেছি কিন্তু শুধু মান্ত্র ৪টি কোন আইসক্রিম এর দাম ৬৪ ইউরো কোথাও দেখিনি, তাও আবার আমরা পথে চলতে চলতে আইসক্রিমটি খেয়েছি, ওদের দোকানে বসে খেলেও বুঝতাম সারভিস চার্জ বাবদ এটি হয়তো হতে পারে।ব্যাপারটি আসলেও খুবী অবিশ্বাস্য,নয় কি?
আরো মজার ব্যাপারটি হোল,দোকানের তদন্ত করতে গিয়ে জানা জায় তারা অনেকের কাছে একটি আইসক্রিমের মূল্য ২০ ইউরো করেও নিয়ে থাকে। তাহলে এবার আপনারই বলুন কেন ইতালি টুরিস্ট হারাচ্ছে, যে পরিবারটি সাথে ঘটনাটি ঘটলো সে আর মনে হয়না ইতালিতে আসবে এবং তার সাথে সাথে তার পরিবার থেকে শুরু করে পরিবারের সুত্র ধরে যত বন্ধুবান্ধব আছে তাদের কাছে নিয়ের মোবাইলে ক্রেডিট না থাকলেও ২০ ইউরো খরচ করে হলেও ওদের জানাবে “বাঁশ খেতে না চাইলে কখনো ইতালি যাওয়ার প্লান করিওনা”।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]