সুইজারল্যান্ডের জেনেভা থেকে রফিকুল ইসলাম আকাশঃ প্রাকৃতিক সৌন্দর্যে্যর লীলাভুমি সুইজারল্যান্ডের থুন এ বনভোজনের আয়োজন করলো বাংলাদেশ ক্লাব জেনেভা । সুইজারল্যান্ডের বিভিন্ন ক্যান্টন থেকে আগত বাংগালীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে থুন এর শাদু পার্কে উপভোগ্য এক বনভোজন আয়োজন । বিভিন্ন রকমের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লটারী, রাফেল ড্র ছিল বনভোজনের বিশেষ আকর্ষন । বাংলাদেশ ক্লাব জেনেভার সভাপতি আমজাদ চৌধুরী ও সাধারন সম্পাদক মারুফ আনোয়ার উপস্থিত সকল প্রবাসী বাংগালীদের ধন্যবাদ জ্ঞাপন করেন । সার্বিক সহযোগিতায় ছিলেন রহমান খলিলুর, নজরুল জমাদ্দার, কুদরত এলাহী টুকু, মীর বাদল, মোহাম্মদ হোসেন, মাহাবুবুর রহমান, মোশারফ দেওয়ান, তানভির চৌধুরী, মোঃ টিপু, অরুন বড়ুয়া সহ আরও অনেকে । আয়োজকরা আগামীতে আরও আকর্ষনীয় বনভোজন উপহার দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ।
সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ ক্লাবের উদ্দ্যোগে বনভোজন!
ছয় সন্তানের জনক বেকার ব্রিটিশ দম্পতির চার রুমের বাড়ির দাবি
বিদেশ গমন : ইউরোপ – ভেবে চিন্তে পদক্ষেপ নিন
সুইজারল্যান্ডের জেনেভায় ঐতিহ্যবাহী পিঠামেলা
সুইজারল্যান্ডে প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু
স্পেনে ১.৯ বিলিয়ন ডলার রপ্তানী বানিজ্যের পথে বাংলাদেশ
গ্রীসের রাষ্ট্রদূতকে সরাতে আইওএমকে ‘বলির পাঁঠা’ বানাবার নেপথ্যে